Advertisement

AAI Recruitment 2022 : ডিপ্লোমা পাশে এয়ারপোর্ট অথরিটিতে চাকরির সুযোগ, বেতন ১ লক্ষ টাকার বেশি

AAI Recruitment 2022: সেখানে ৩ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। অনলাইন ছাড়া অফলাইনেও আবেদন করা যেতে পারে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2022,
  • अपडेटेड 3:46 PM IST
  • কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ
  • এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই নিয়োগ করবে
  • সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে

AAI Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) বা এএআই (AAI) নিয়োগ করবে। তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 

সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেই ওয়েবসাইটটি হল www.aai.aero। এই নিয়োগ প্রক্রিয়ার ব্য়াপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। সেখানে ৩ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। অনলাইন ছাড়া অফলাইনেও আবেদন করা যেতে পারে।

আরও পড়ুন: বাঁশ চাষ করে হয়ে যান মালামাল, টাকা দেবে সরকারও, দেরি কীসের!

বয়স এবং বেতন
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) বা এএআই (AAI)-এর এই সব পদে আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে। বেতন  শুরু হচ্ছে ৩৬ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ১০ হাজার টাকা। 

বাচাই করার পদ্ধতি, শিক্ষার যোগ্যতা
দু'টি ধাপ রয়েছে। একটি হল লিখিত পরীক্ষা। অন্যটি ইন্টারভিউ। এখানে আবেদন করার জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা, স্নাতক পাশ করা থাকতে হবে। সরকারি বিজ্ঞাপনে সে ব্য়াপারে বিস্তারিত বলা রয়েছে। 

কোন পদে কতজনকে নিয়োগ

  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস) - ০৫
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স) - ০২
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) - ০৯
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ওএল) - ০১

আরও পড়ুন: নোট লিখে পড়শি যুবককে নিয়ে পালালেন বউদি, ডানকুনিতে শোরগোল

এর মধ্য়ে কয়েকটি ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে। সে ব্য়াপারে সরকারি বিজ্ঞাপনে বিস্তারিত বলা রয়েছে। তা দেখার পর আবেদন করতে বলা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই-এর সরকারি ওয়েবসাইটে তা রয়েছে। 

অনলাইনে আবেদন করার জন্য recttnre@aai.aero- এই মেল আইডিতে নিজের সিভি পাঠাতে হবে।

Advertisement

অফলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে হবে নীচের ঠিকানায়-
দ্য প্রোজেক্ট কোঅর্ডিনেটর
ট্রাইবাল কফি ডেভলপমেন্ট প্রোজেক্ট
বিক্রুটমেন্ট সেল
ডিপার্টমেন্ট অফ এইচআরএম
রিজিওনাল হেডকোয়ার্টার্স (নর্থ-ইস্ট রিজিওন), গোয়াহাটি

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement