আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) করবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন (Purba Bardhaman District)। এর জন্য জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকায় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আশা কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিস্তারিত তথ্য এবং অবেদন পত্র ০১ /০২ /২০২৩ তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে পাওয়া যাবে। বিস্তরিত বিবরণ https://purbabardhaman.nic.in/ ও https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন পত্র ডাউনলোড করুন এখানে ক্লিক করে
আরও পড়ুন:Asha Karmi Recruitment West Bengal: রাজ্যে আড়াই হাজার আশাকর্মী নিয়োগে অনুমোদন মন্ত্রিসভার, কবে থেকে?
আশা কর্মী
মোট শূন্যপদ:
মোট শূন্যপদ ১৭৪টি (৪টি মহকুমায় নিয়োগ করা হবে)
আবেদনের নিয়মাবলী:
- প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ২২ থেকে ৪০ বছর।
- কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল বা উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে৷
- তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের জাতির শংসাপত্রের জেরক্স কপি দাখিল করতে হবে।
- গ্রেড ওয়ান ও গ্রেড টু উত্তীর্ণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্তরা এবং লিঙ্ক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে শংসাপত্রের জেরক্স দাখিল করতে
- হবে।
কীভাবে আবেদন:
শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে যে কোনও কাজের দিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে গিয়ে দরখাস্ত জমা দেওয়া যাবে। দরখাস্ত জমা নেওয়ার শেষ তারিখ ১৫/০২ /২০২৩
যে সমস্ত নথিপত্র দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে- অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন পত্র ডাউনলোড করুন এখানে ক্লিক করে
- ভোটার কার্ড/রেশন কার্ডের জেরক্স কপি
- মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কসিটের জেরক্স
- মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার আ্যাডমিট কার্ডের জেরক্স
- কাস্ট সার্টিফিকেটের জেরক্স
- ২ টি পাসপোর্ট সাইজ ফোটো
- ৫ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম
- আইনত ভাবে বিবাহের / বিধবা/ আইনত ভাবে বিবাহ বিচ্ছন্ন হলে তার নথি
- উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্টীর সংক্রান্ত কাগজপত্র
- অন্যান্য নথি (যথাস্থানে প্রযোজ্য)
- উল্লেখিত নথিগুলির যে কোন একটি দরখাস্তের সঙ্গে সংযুক্ত না থাকলে আবেদন বাতিল করা হবে
- নিয়োগের পূর্বে সমস্ত আসল নথি দেখাতে হবে
- আবেদনপত্র যথাযত পূর্ণ করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে
আবেদন জমা করার শেষ দিন: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত
আরও পড়ুন: Indian Navy Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ, বেতন ৬৩ হাজার টাকা পর্যন্ত