Advertisement

অনলাইনে কাজ করে কোটি টাকার মালিক হতদরিদ্র যুবক, কী করতেন?

বিকাশ কুমারের দাবি, তিনি ২৫ বছর বয়সের আগেই কোটিপতি হয়েছেন। তিনি অ্যাপ ডেভেলপমেন্ট ছাড়াও কিছু ব্লগে কাজ করছেন। B.Tech করার পর তিনি আজ পর্যন্ত কোনো চাকরি করেননি। ভবিষ্যতে চাকরি করার কোনও ইচ্ছাও তাঁর নেই বলেই জানান বিকাশ। নিজের জীবনের গল্প তিনি ইউটিউবার সতীশ কুশওয়াহার সঙ্গে শেয়ার করেছেন।

বিকাশ কুমারবিকাশ কুমার
Aajtak Bangla
  • বিহার,
  • 24 Jun 2022,
  • अपडेटेड 4:15 PM IST
  • B.Tech চলার সময়ই শুরু করেন এই কাজ
  • কোনওদিন চাকরি করেননি
  • কাহিনি শেয়ার করলেন ইউটিউবারের সঙ্গে

বিহারের ছাপরা জেলার বনসোহি গ্রামের বাসিন্দা বিকাশ কুমার নামে এক যুবকের দাবি, তিনি ব্লগিং করে কোটিপতি হয়েছেন। বিকাশ কুমার একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করেন এবং তারপরে এটি বিক্রি করে তিনি দেড় কোটি টাকারও বেশি পেয়েছেন।

বিকাশ কুমারের দাবি, তিনি ২৫ বছর বয়সের আগেই কোটিপতি হয়েছেন। তিনি অ্যাপ ডেভেলপমেন্ট ছাড়াও কিছু ব্লগে কাজ করছেন। B.Tech করার পর তিনি আজ পর্যন্ত কোনো চাকরি করেননি। ভবিষ্যতে চাকরি করার কোনও ইচ্ছাও তাঁর নেই বলেই জানান বিকাশ। নিজের জীবনের গল্প তিনি ইউটিউবার সতীশ কুশওয়াহার সঙ্গে শেয়ার করেছেন।

বিকাশ ডিজিটাল মার্কেটিংও করেন। বিকাশ জানান, তাঁর পারিবারিক অবস্থা তেমন ভাল না হওয়ায় তিনি ব্লগিং করে অর্থ উপার্জন শুরু করেন। ব্লগিংকে কেন্দ্র করে গ্রামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি।

আরও পড়ুন

B.Tech থার্ড সেমিস্টার থেকেই আর্টিকেল রাইটিং-এর মাধ্যমে টাকা রোজগার শুরু করেন। যা থেকে তিনি তার খরচ চালাতেন। বিকাশ আরও জানান, তিনি শিক্ষা ঋণ নিয়ে পড়াশোনা করেছেন। এমনকি তাঁর বাবাও তাঁকে ঋণ নিয়েই পড়াশোনা করিয়েছেন।

তিনি যখন বিটেক করতেন তখন থেকেই ভাবতেন কীভাবে ভালো আয় করা যায়? কারণ তাঁর আর্থিক অবস্থা ভাল ছিল না। বিকাশ বলেন যে, প্রাথমিকভাবে তিনি অনলাইন আয়ের উপর নির্ভর করতেন না। কলেজের বন্ধু বন্ধুকে দেখে অনুপ্রাণিত হন।

তিনি ২০১৪ সালে ব্লগিং শুরু করেন। বিকাশ বলেন যে তিনি কখনওই জিজ্ঞাসা করতে দ্বিধা করেন না, তিনি যে বিষয়গুলি বুঝতেন না সেগুলি সম্পর্কে ক্রমাগত জিজ্ঞাসা করতেন। বিকাশ আরও জানান, তিনি যখন ইভেন্ট ব্লগিং শুরু করেন, তখন তেমন প্রতিযোগিতা ছিল না। কিন্তু এখন প্রতিযোগিতা বেড়েছে। এরপর তিনি Micro Niche Blog শুরু করেন। এরপর তিনি মনে করেন যে আর চাকরি করতে হবে না, কারণ রোজগার শুরু হয়েছে। অবশেষে ডিসেম্বর ২০১৯ সালে ব্লগটি ১ কোটি ৬৪ লক্ষ টাকায় বিক্রি হয়। তিনি তাঁর এক বন্ধুর সাথে এই ব্লগটি চালাতেন। এখন তিনি ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট সংক্রান্ত অনেক কাজ করছেন।

Advertisement

'দারিদ্র এক জাতি, শিক্ষা প্রয়োজন'
বিকাশ এই ভিডিওতে বলেছেন যে দারিদ্র একটি জাতি, তাই দারিদ্র্য থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকাশ আরও জানান, টাকার কারণে তিনি একবছর দেরিতে বিটেক করেছেন।

 

Read more!
Advertisement
Advertisement