Advertisement

Budget 2024-Internship Scheme: ১ কোটি যুবক পাবেন প্রতিমাসে ৫ হাজার টাকা, বাজেটে ঘোষণা, কীভাবে মিলবে?

২০২৪ সালের বাজেটে, নির্মলা সীতারামন বলেছিলেন, যুবকদের দেশের শীর্ষ সংস্থাগুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য এই যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এই মাসিক ভাতা প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ১২ মাসের জন্য দেওয়া হবে। যুবক-যুবতীরা শুধুমাত্র ১২ মাসের জন্যই এই সংস্থাগুলিতে ইন্টার্নশিপ করতে পারবেন।

বাজেটে যুবসমাজের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Jul 2024,
  • अपडेटेड 2:35 PM IST
  • বাজেট বক্তৃতায় এবার তরুণদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।
  • ২০২৪ সালের বাজেটে, নির্মলা সীতারামন বলেছিলেন, যুবকদের দেশের শীর্ষ সংস্থাগুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
  • এর পাশাপাশি দেশের শীর্ষ কোম্পানিগুলির জন্য একটি লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন নির্মলা সীতারামন।

আজ মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে কৃষক, যুবক ও মহিলাদের উন্নয়নে আলোকপাত করা হয়েছে। বাজেটে কর্মসংস্থান থেকে কৃষি, সব মিলিয়ে মোট ৯টি অগ্রাধিকারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেট বক্তৃতায় এবার তরুণদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এক কোটি যুবককে সুখবর দিয়েছেন তিনি।

২০২৪ সালের বাজেটে, নির্মলা সীতারামন বলেছিলেন, যুবকদের দেশের শীর্ষ সংস্থাগুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য এই যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এই মাসিক ভাতা প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ১২ মাসের জন্য দেওয়া হবে। যুবক-যুবতীরা শুধুমাত্র ১২ মাসের জন্যই এই সংস্থাগুলিতে ইন্টার্নশিপ করতে পারবেন।

এর পাশাপাশি দেশের শীর্ষ কোম্পানিগুলির জন্য একটি লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, এই সংস্থাগুলিকে আগামী পাঁচ বছরে এক কোটি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিতে হবে।

Prime Minister’s Package: Boost to skilling in collaboration with state governments & Industry with new centrally sponsored scheme

🔹 Skilling Programme & Upgradation of Industrial Training Institutes

🔹 Internship in Top Companies #UnionBudget2024 #BudgetForViksitBharatpic.twitter.com/aQOwKEm2sz

— PIB India (@PIB_India) July 23, 2024


নিয়োগকারী HR বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও সেক্টরে ফ্রেশার নিয়োগের ক্ষেত্রে তাঁদের আগের অভিজ্ঞতা থাকে না। তবে কারও ইন্টার্নশিপ করা থাকলে সেক্ষেত্রে তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়। কারণ এমন চাকরিপ্রার্থীদের হাতেকলমে কাজের প্রাথমিক ধারণা থাকে। কেন্দ্রীয় সরকারের এই ইন্টার্নশিপ স্কিমের ফলে তাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যুবক-যুবতীরা।

অন্যদিকে এখনকার দিনে কলেজ পাশের পর ফ্রি ইন্টার্নশিপ জোগাড় করাই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে মাসে ৫,০০০ টাকা ভাতায় ১২ মাস ইন্টার্নশিপ পেলে যে তা অত্যন্ত সুবিধাজনক হবে, তা বলাই বাহুল্য।

Advertisement

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement