Advertisement

CBSE Board Term 1 Result 2022 Date : শীঘ্রই CBSE Term 1-এর রেজাল্ট, দেখা যাবে এই ওয়েবসাইটগুলিতে

অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.gov.in-এ জারি করা হবে রেজাল্ট। এছাড়া UMANG অ্যাপ, IVRS, SMS এবং igilocker.gov.in-এ দেখা যাবে রেজাল্ট। এছাড়াও অন্যকিছু প্রাইভেট রেজাল্ট হোস্টিং ওয়েবাসাইটেও ফলাফল প্রকাশিত হব। তবে সব ক্ষেত্রেই রেজাল্ট ডাউনলোড করা জন্য প্রয়োজন রোল নম্বর। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Feb 2022,
  • अपडेटेड 3:51 PM IST
  • এই সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফলাফল
  • রেজাল্ট দেখতে লাগবে রোল নম্বর
  • অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফল

খুব তাড়াতাড়িই প্রকাশিত হবে সিবিএসই-এর দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ১-এর বোর্ড পরীক্ষার ফলাফল। দীর্ঘ সময় ধরেই ফলাফলের অপেক্ষায় পরীক্ষার্থীরা। বোর্ডের তরফে ফলাফল ঘোষণার দিনক্ষণ ঘোষণা না হলেও সেটি এই সপ্তাহেই প্রকাশিত হতে পারে ব মনে করা হচ্ছে। রোল নম্বরের সাহায্যে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। 

অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.gov.in-এ জারি করা হবে রেজাল্ট। এছাড়া UMANG অ্যাপ, IVRS, SMS এবং igilocker.gov.in-এ দেখা যাবে রেজাল্ট। এছাড়াও অন্যকিছু প্রাইভেট রেজাল্ট হোস্টিং ওয়েবাসাইটেও ফলাফল প্রকাশিত হব। তবে সব ক্ষেত্রেই রেজাল্ট ডাউনলোড করা জন্য প্রয়োজন রোল নম্বর। 

প্রসঙ্গত CBSE দশম ও দ্বাদশ শ্রেণির ২টি টার্মে পরীক্ষা ঘোষণা করার সময় জানিয়েছিল যে, বোর্ড টার্ম ১-এর ফলাফলকে পাস, ফেল বা বাধ্যতামূলক পুনরাবৃত্তি হিসাবে ঘোষণা করবে না। শুধুমাত্র পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে টার্ম ২ -এর পরীক্ষার পর।

আরও পড়ুনইউক্রেন সঙ্কট: 'কেন্দ্রের পাশে আছি,' মোদীকে চিঠি মমতার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement