খুব শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রণির টার্ম ১ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে CBSE ও CISCE। CBSE, ICSE এবং ISC চলতি সপ্তাহেই প্রকাশ করতে পারে টার্ম ১-এর ফলাফল। পরীক্ষার্থীরা রোল নম্বর ও জন্মতারিখের সাহায্যে টার্ম ১-এর স্কোরকার্ড দেখতে পাবে।
কোথায় দেখা যাবে রেজাল্ট?
বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ফলাফল। সেক্ষেত্রে cbseresults.nic.in ও results.gov.in ওয়েবসাইট দুটিতে রেজাল্ট দেখা যাবে। এছাড়া CBSE বোর্ডের পরীক্ষার রেজাল্ট UMANG অ্যাপ, আইবিআরএস, SMS এবং digilocker.gov.in-এও ফলাফল দেখে নিতে পারবে পরীক্ষার্থীরা।
ICSE, ISC Board Term 1 Result 2021 : কীভাবে দেখা যাবে স্কোরকার্ড?
ICSE ও ISC-র টার্ম ১-এর রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট cisce.org ও results.cisce.org-এ জারি করা হবে। ICSE, ISC পরীক্ষার ফর্ম্যাট ঘোষণার সময় CISCE জানিয়েছিল যে পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার জেনারেটেড মার্কশিট জারি করা হবে। এই মার্কশিটে কেবলমাত্র প্রথম সেমেস্টারে পাওয়া প্রত্যেক বিষয়ের নম্বর থাকবে। চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে দ্বিতীয় সেমেস্টারের পরে।
আরও পড়ুন - দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, ২.৮৬ লক্ষ নয়া কেস