GK Quiz Bangla, Sarkari Naukri Interview Questions: যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলি জানা দরকার। ইন্টারভিউয়ে প্রার্থীদের সাধারণ জ্ঞানের পরীক্ষাও হয়। কোনও পরীক্ষা প্রস্তুতি নিলে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নগুলি জানতেই হবে প্রার্থীদের। চলুন ঝালিয়ে নেওয়া যাক সাধারণজ্ঞান।
১। তেলেঙ্গানা ভারতের কততম রাজ্য?
ক) ২৭তম
খ) ২৮তম
গ) ২৯ তম
ঘ) ৩০তম
২। ২০২০ সালে কোন রাজ্য তৃতীয় জাতীয় জল পুরস্কার পেয়েছে?
ক) রাজস্থান
খ) উত্তরপ্রদেশ
গ) তামিলনাড়ু
ঘ) দিল্লি
৩। দিল্লি কবে ভারতের রাজধানী হয়?
ক) ১৯১১
খ) ১৯২০
গ) ১৯১৫
ঘ) ১৯১৯
৫। কোন দেশ বিশ্বে প্রথম কাগজের নোট জারি করেছিল?
ক) চিন
খ) রাশিয়া
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) জাপান
৫। ইরানি কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
ক) হকি
খ) পোলো
গ) ক্রিকেট
ঘ) ফুটবল
৬। ভারতের প্রথম মহিলা ডাকঘর কোথায় স্থাপিত হয়েছিল?
ক) মুম্বই
খ) আমদাবাদ
গ) নয়াদিল্লি
ঘ) ভোপাল
উত্তর
১. (গ) ২৯ তম
২. (খ) উত্তরপ্রদেশ
৩. (ক) ১৯১১
৪. (ক) চিন
৫. (গ)ক্রিকেট
৬. (গ)নয়াদিল্লি
অন্যান্য সাধারণজ্ঞান-
গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা - সংস্কৃত।
প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন - সিন্ধু সভ্যতা।
সংবিধান গৃহীত হয়েছিল- ২৬ নভেম্বর, ১৯৪৯।
অলিম্পিকের পাঁচটি রিংয়ের মধ্যে এশিয়ার প্রতিনিধিত্ব করে - হলুদ রিং।
সিন্ধু সভ্যতায় বন্দর- লোথাল।
পশ্চিমবঙ্গে ডেনমার্ক উপনিবেশ ছিল - শ্রীরামপুর, হুগলি।
গন্ডোয়ানা রাজ্য কোথায় অবস্থিত? - মধ্যপ্রদেশে।
আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কী? - দীন-ই-ইলাহি।
কোন মোগল সম্রাটকে 'জাতীয় সম্রাট' বলা হয়?- আকবর।
আরও পড়ুন- তারাপীঠে বৈষ্ণব ও তন্ত্র মতে ভোগে কী কী দেওয়া হয় তারাকে?