Interview Tricky Questions : সরকারি চাকরি পেতে অনেকেই চান। কিন্তু তার জন্য পাশ করতে হয় ইন্টারভিউতে। আর এই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন। পরখ করে দেখা হয় চাকরি প্রার্থীর উপস্থিত বুদ্ধি। সেই কারণে অনেক সোজা প্রশ্নকে ঘুরিয়ে ধরা হয় ইন্টারভিউতে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর, যেগুলি প্রায়শই আসে ধরা হয় ইন্টারভিউতে।
প্রশ্ন - কোন পাখি দ্রুতগতিতে উড়তে পারে, কিন্তু নিজের পায়ে হাঁটতে পারে না?
উত্তর - বাদুড়
প্রশ্ন - কোন প্রাণী সহবাস না করেই ডিম দেয়?
উত্তর - টার্কি (Turkey) সহবাস ছাড়াই ডিম দিতে পারে এবং তাতে স্বাভাবিক বাচ্চার জন্মও হয়।
প্রশ্ন - মাথা কেটে যাওয়ার পরেও বেঁচে থাকে কোন প্রাণী?
উত্তর- আরশোলা
প্রশ্ন - কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে?
উত্তর - পায়রা
প্রশ্ন - কোন জিনিস জ্বলেও না, ডোবেও না?
উত্তর - বরফ
প্রশ্ন - কোন প্রাণীর হৃদযন্ত্র সেটির মাথায় থাকে?
উত্তর - সামুদ্রিক কাঁকড়া
আরও পড়ুন - চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ৯০ হাজার টাকা পর্যন্ত; এখনই আবেদন করুন