Advertisement

Job Interview Questions : কোন প্রাণীর ফিঙ্গারপ্রিন্ট একদম মানুষের মতো? রইল উত্তর

Job Interview Questions : অনেক সময়ই দেখা যায় লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে আটকে যান চাকরিপ্রার্থীরা। কারণ ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের জ্ঞানের পাশাপাশি উপস্থিত বুদ্ধিও পরীক্ষা করে দেখা হয়। আর সেই কারণে ইন্টারভিউতে প্রায়শই ঘোরানো প্রশ্নও করা হয়ে থাকে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Mar 2022,
  • अपडेटेड 6:10 PM IST
  • সরকারি চাকরি পেতে পাশ করতে হয় ইন্টারভিউ
  • বিবিধ প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডে
  • রইল তেমনই ৫ প্রশ্ন ও উত্তর

Government Job Interview Questions And Answers : সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ইন্টারভিউ। অনেক সময়ই দেখা যায় লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে আটকে যান চাকরিপ্রার্থীরা। কারণ ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের জ্ঞানের পাশাপাশি উপস্থিত বুদ্ধিও পরীক্ষা করে দেখা হয়। আর সেই কারণে ইন্টারভিউতে প্রায়শই ঘোরানো প্রশ্নও করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর। 

প্রশ্ন - কোন প্রাণীর অবিকল মানুষের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকে?
উত্তর - কুয়ালার আঙুলের ছাপ ঠিক মানুষের মতো। এটি বেশিরভাগ অস্ট্রেলিয়ায় দেখা যায়। কোনও কোনও সময় এমনও ঘটেছে যে অপরাধস্থলে কুয়ালার আঙুলের ছাপকে মানুষের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ভুল করা হয়েছে।

প্রশ্ন - কোন প্রাণী একটানা ৩ বছর ঘুমাতে পারে?
উত্তর - শামুক একটানা ৩ বছর ঘুমাতে পারে।

আরও পড়ুন

প্রশ্ন - কোন প্রাণী কখনও লাফাতে পারে না?
উত্তর- হাতিই একমাত্র প্রাণী যে কখনও লাফাতে পারে না। 

প্রশ্ন - কোন প্রাণীর চোখ সেটির মস্তিষ্কের চেয়ে বড়?
উত্তর - উটপাখির চোখ সেটির মস্তিষ্কের চেয়েও বড়।

প্রশ্ন - কোন প্রাণী মাথা কেটে যাওয়ার পরেও বেঁচে থাকে?
উত্তর -আরশোলার মস্তিষ্ক শরীরের ভিতরে থাকে, তাই মাথা কেটে গেলেও সেটি বেঁচে থাকতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement