Advertisement

Government Job Interview Questions And Answers : ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথম সূর্যোদয় হয়? রইল উত্তর

Interview Questions And Answers : সরকারি চাকরির ইন্টারভিউতে অনেক সময় প্রার্থীদের এমন প্রশ্ন করা হয়, যা সিলেবাসে থাকে না। সেক্ষেত্রে প্রার্থীর সাধারণ জ্ঞান ও আত্মবিশ্বাস যাচাই করার জন্যই ওই ধরনের প্রশ্নগুলো করা হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 May 2022,
  • अपडेटेड 4:16 PM IST
  • সরকারি চাকরি পেতে সবচেয়ে কঠিন ধাপ ইন্টারভিউ
  • সিলেবাসের বাইরে থেকেও ধরা হয় প্রশ্ন
  • জেনে নিন কেমন হয় সেই প্রশ্নগুলি

Sarkari Chakri, General Knowledge Questions, Interview : সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে লিখিত পরীক্ষার পাশাপাশি থাকছে ইন্টারভিউয়ের টেনশনও। সরকারি চাকরির ইন্টারভিউতে অনেক সময় প্রার্থীদের এমন প্রশ্ন করা হয়, যা সিলেবাসে থাকে না। সেক্ষেত্রে প্রার্থীর সাধারণ জ্ঞান ও আত্মবিশ্বাস যাচাই করার জন্যই ওই ধরনের প্রশ্নগুলো করা হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

প্রশ্ন - কাটা আপেলের রঙ কেন বদলে যায়?
উত্তর - আপেলে ক্যাটেচিন, পলিফেনল এবং ক্যাফেইন থাকে। তাই আপেল কাটার পর তাতে থাকা ফেনোলিক অ্যাসিড বাতাসের সংস্পর্শে আসে, যার জেরে রং বদলে যায়।

প্রশ্ন - মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উত্তর - মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হল ডলফিন। 

প্রশ্ন - হেলমেটকে হিন্দিতে কী বলে?
উত্তর - হেলমেটকে হিন্দিতে বলে শিরস্ত্রাণ। 

প্রশ্ন - কোন কোন দেশে রেললাইন নেই?
উত্তর - ভুটান, আইসল্যান্ড, সাইপ্রাসের মতো দেশগুলোর নিজস্ব রেলপথ নেই।

প্রশ্ন - ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথমে সূর্যোদয় হয়?
উত্তর - অরণাচল প্রদেশ

প্রশ্ন - কোন প্রাণী ৩ বছর ঘুমায়?
উত্তর - সামুদ্রিক শামুক ৩ বছর ঘুমায়। 

আরও পড়ুনএই ৪ খাবারে সম্পূর্ণ হারাতে পারে দৃষ্টিশক্তি, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement