Advertisement

Tricky Interview Questions : পরপর ৩ দিন, অথচ বুধ-শুক্র-রবিবার থাকবে না, উত্তর জানেন?

চাকরি প্রার্থীরা অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, ইতিহাস ও বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন। তবে অনেক সময় পারিপার্শ্বিক ঘটনাবলী থেকেও প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নগুলি বেশ বিচিত্রও হয়।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Feb 2022,
  • अपडेटेड 8:04 PM IST
  • চাকরির ইন্টারভিউতে করা হয় বিবিধ প্রশ্ন
  • কিছু প্রশ্ন থাকে পারিপার্শ্বিক ঘটনা সংক্রান্ত
  • জেনে নিন তেমনই কিছু প্রশ্ন

Tricky Interview Questions : চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ (General kKnowledge) বা সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন করা হয়। তার জন্য চাকরি প্রার্থীরা অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, ইতিহাস ও বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন। তবে অনেক সময় পারিপার্শ্বিক ঘটনাবলী থেকেও প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নগুলি বেশ বিচিত্রও হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন, যা প্রায়শই বিভিন্ন চাকরির ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। 

প্রশ্ন - শক্ত মাটিতে একটি ডিম কীভাবে ফেলবেন যাতে তা না ভাঙে?
উত্তর - ডিম পড়লে শক্ত মাটি কখনওই ভাঙবে না, তাই যেভাবে ইচ্ছা ফেলা যাবে

প্রশ্ন- পরপর এমন তিনটে দিনের নাম বলুন যেখানে বুধ, শুক্র ও রবিবার থাকবে না
উত্তর - গতকাল, আজ ও আগামিকাল

প্রশ্ন - যদি নীল রঙের নদীতে লাল রঙের পাথর ফেলেন তাহলে কী হবে?
উত্তর - পাথরটি ভিজে যাবে ও ডুবে যাবে

প্রশ্ন - একটি দেওয়াল বানাতে আট জনের দশ ঘণ্টা লাগে, ওই দেওয়ালটিই বানাতে চার জনের কত সময় লাগবে?
উত্তর - কোনও সময়ই লাগবে না, কারণ সেটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে

প্রশ্ন - এক মহিলাকে প্রশ্ন করা হয়, যদি কোনও একদিন সকালে উঠে দেখেন যে আপনি গর্ভবতী, তাহলে কী হবে?
উত্তর - ওই মহিলা বলেন যে , তিনি খুবই খুশি হবেন এবং নিজের স্বামীর সঙ্গে সেই সুসংবাদটি ভাগ করে নিয়ে আনন্দ করবেন

প্রশ্ন - একজন ব্যক্তিকে প্যারাসুট ছাড়াই বিমান থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তবুও তিনি বেঁচে যান, কীভাবে?
উত্তর - কারণ সেই সময় বিমানটি রানওয়েতে ছিল 

আরও পড়ুনকোন প্রশ্নের উত্তরে কখনওই 'হ্যাঁ' বলা যায় না! জানেন ?

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement