WBCHSE Higher Secondary Routine 2023: পরের বার অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্য়মিকের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিক্য়াল পরীক্ষার সময়ও।
কবে কোন পরীক্ষা, দেখে নিন
১৪ মার্চ - বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওডিয়া, তেলেগু, গুজরাতি এবং পঞ্জাবি
১৬ মার্চ - বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ
১৭ মার্চ - ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)
১৮ মার্চ - বায়োলজিক্য়াল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্য়াল সায়েন্স
২০ মার্চ - অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
২১ মার্চ - কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্য়াপ্লিকেশন
আরও পড়ুন: 50MP ক্যামেরার Realme Narzo 50-এর আজ প্রথম সেল, Amazon-এ বড় ডিসকাউন্ট
আরও পড়ুন: মাসে দ্বিগুণ টিকিট কাটুন! আইআরসিটিসি-তে ছোট্ট কাজটি সারলেই
আরও পড়ুন: Car Insurance Renewal করছেন? এগুলো করুন, টাকা বাঁচবেই
২২ মার্চ - কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজি
২৩ মার্চ - ফিজিক্স, নিউট্রিশান, এডকেশন, অ্যাকাউন্টেন্সি
২৪ মার্চ - ইকোনমিক্স
২৫ মার্চ - কেমিস্ট্রি, জার্নালিজম অ্য়ান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ
২৭ মার্চ - স্ট্য়াটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
উচ্চ মাধ্যমিক ২০২৩ সালের পুরো রুটিন দেখার এবং ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
পরীক্ষা শুরু হবে কোন সময়?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, রোজ পরীক্ষা হবে সকাল ১০টা থেকে। আর তা চলবে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। মানে পরীক্ষার্থীদের জন্য ৩ ঘণ্টা ১৫ মিনট বরাদ্দ থাকবে। ওই সময় তারা প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য পাবে।
তবে কয়েকটি পরীক্ষার জন্য সময় আলাদা। সেগুলো হল হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস। সে জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।
প্র্য়াকটিক্য়াল পরীক্ষা
এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণের ব্য়াপারেও জানিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে প্র্যাকটিক্য়াল পরীক্ষা শুরু হবে। আর তা চলবে ২০২২ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত।