Advertisement

ICSE Result 2022 : ICSE-র ফলাফলে প্রথম তিনে বাংলার ১৭ পরীক্ষার্থী, রাজ্যে সর্বোচ্চ ৪৯৮

ICSE Result 2022 প্রকাশ খরল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। যে সমস্ত পড়ুয়া এবছর ICSE-র দশম শ্রণির পরীক্ষায় বসেছিল, তারা cisce.org-এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারে। 

ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jul 2022,
  • अपडेटेड 6:50 PM IST
  • আইসিএসই-র ফলপ্রকাশ
  • জেনে নিন কোন লিঙ্কে দেখা যাবে ফল
  • রইল রেজাল্ট দেখার পদ্ধতি

ICSE Result 2022 প্রকাশ খরল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। যে সমস্ত পড়ুয়া এবছর ICSE-র দশম শ্রণির পরীক্ষায় বসেছিল, তারা cisce.org-এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারে। 

এই ওয়েবসাইটগুলিতে দেখা যাচ্ছে রেজাল্ট
cisce.org
results.cisce.org
results.nic.in 

যেভাবে দেখতে হবে রেজাল্ট 

ধাপ ১ - প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ যেতে হবে।
ধাপ 2 - ক্লিক করতে হবে হোম পেজের 'ICSE Result 2022' লিঙ্কে।
ধাপ 3 - এবার দিতে হবে লগ ইন ক্রেডেনশিয়াল, যেমন ইনডেক্স নম্বর, UID, বা ক্যাপচা কোড।
ধাপ ৪ - এরপর 'ICSE Class 10th Result 2022' স্ক্রিনে খুলবে।
ধাপ ৫ -  চেক করে ডাউনলোড করতে হবে।
ধাপ ৬ - শিক্ষার্থীদের ফলাফলের ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে এবং একটি প্রিন্টআউট করিয়ে নিতে হবে।

SMS-এও দেখা যাবে নম্বর 

ধাপ ১ - প্রথমে যেতে হবে মোবাইলের মেসেজ বক্সে যান।
ধাপ ২ - ক্রিয়েট মেসেজে ICSE লিখে স্পেস দিয়ে লিখতে হবে Unique Id
ধাপ ৩ - মেসেজটি পাঠাতে হবে 09248082883 নম্বরে।
ধাপ ৪ - কিছুক্ষণ পরে ফলাফল রিভার্ট মেসেজে দেখা যাবে। 

প্রসঙ্গত, এই বছর আইসিএসই পরীক্ষায় গোটা দেশে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চার জন। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ। বাংলা থেকে এই বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ৫০০-র মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্য থেকে প্রথম তথা গোটা দেশে দ্বিতীয় হয়েছে মোট ৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী। এরাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে ৪ জন কলকাতার। মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে বাংলার মোট ১৭ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন'চু কিত কিত কিত কিত...' 'বাদামকাকু' ভুবনের নতুন গান রিলিজ

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement