Advertisement

মাধ্যমিক নিয়ে নয়া বিজ্ঞপ্তি পর্ষদের, জাননু ফর্ম ফিলাপ সংক্রান্ত তথ্য

১৬ এবং ১৭ ডিসেম্বর সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে ফর্ম সংগ্রহ করতে হবে। কম্পার্মেন্টাল পরীক্ষার্থীদেরও ফর্ম দেওয়া হবে একই সঙ্গে। এমনকী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফর্মও দিয়ে দেবে পর্ষদ।

পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Dec 2020,
  • अपडेटेड 10:50 PM IST
  • ১৬ এবং ১৭ ডিসেম্বর সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে ফর্ম সংগ্রহ করতে হবে
  • কম্পার্মেন্টাল পরীক্ষার্থীদেরও ফর্ম দেওয়া হবে একই সঙ্গে
  • এমনকী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফর্মও দিয়ে দেবে পর্ষদ

করোনা ভাইরাসের জেরে মার্চ থেকেই বন্ধ স্কুল-কলেজ। তার মধ্যেই মাধ্যমিক নিয়ে তোড়জোড় শুরু মধ্যশিক্ষা পর্ষদের। যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিকে বসতে চলেছে আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর পর্ষদের ক্যাম্প অফিস থেকে তাদের আবেদনপত্র বিলি করার বিজ্ঞপ্তি জারি করা হল। অর্থাৎ ২০২১ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের ফর্ম ফিলাপ নিয়ে বিজ্ঞরপ্তি জারি করেছে পর্ষদ। 

পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে ফর্মগুলি সংগ্রহ করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ১৬ এবং ১৭ ডিসেম্বর সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে ফর্ম সংগ্রহ করতে হবে। কম্পার্মেন্টাল পরীক্ষার্থীদেরও ফর্ম দেওয়া হবে একই সঙ্গে। এমনকী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফর্মও দিয়ে দেবে পর্ষদ। 

পর্ষদ সূত্রে খবর, জানুয়ারি মাসের মধ্যেই ফর্ম ফিলাপের সমস্ত প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে মধ্যশিক্ষা পর্ষদ। সম্ভবত, স্কুলের প্রতিনিধিদেরই পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গেত, কতটা সিলেবাস নিয়ে ২০২১ এর পরীক্ষা হবে তা আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের কোনও টেস্ট পরীক্ষা দিতে হবে না। সেই মতোই টেস্ট পরীক্ষা না নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সিলেবাসে কাঁচি চললেও প্রশ্নপত্রে ধারায় যে কোনও পরিবর্তন আসবে না তা জানানো হয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement