Interview Tricky Questions: সরকারি চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা সবচেয়ে কঠিন কাজ। কারণ সরকারি নিয়োগের সাক্ষাৎকারে জ্ঞানের পাশাপাশি উপস্থিতি জ্ঞানের পরীক্ষাও করা হয়। বিভিন্ন রকমের জটিল প্রশ্ন প্রায়ই ইন্টারভিউতে করা হয়, যার উত্তর দিতে মাথা খাটাতে হয় চটজলদি। এমনই কিছু প্রশ্নের উত্তর জানা যাক।
প্রশ্নঃ পৃথিবীর একমাত্র সাপ কোনটি বাসা বাঁধে?
উত্তরঃ কিং কোবরাই একমাত্র সাপ যে বাসা বানিয়ে সেখানে থাকে।
প্রশ্নঃ ভারতের ঠান্ডা মরুভূমি বলা হয় কোনটিকে?
উত্তর: লাদাখকে ভারতের ঠান্ডা মরুভূমি বলা হয়।
প্রশ্ন: কোন টিকটিকিটি উড়তে পারে?
উত্তর: ড্রাকো একমাত্র টিকটিকি যা উড়তে পারে।
প্রশ্নঃ কোন প্রাণী একটানা ৪ বছর ঘুমায়?
উত্তর: শামুক নামের একটি প্রাণী বছরের পর বছর একটানা ঘুমায়।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে বর্ষা প্রথম আসে?
উত্তর: ভারতে বর্ষা প্রথম আসে কেরালা রাজ্যে।
প্রশ্ন: ভারতের দীর্ঘতম রেল টানেল কোনটি?
উত্তরঃ ভারতের দীর্ঘতম রেল টানেল হল পীর পাঞ্জাল টানেল।
প্রশ্নঃ কোন প্রাণী ৬ দিন শ্বাস ধরে রাখতে পারে?
উত্তরঃ কাঁকড়াবিছে।
প্রশ্ন: কোন বছর থেকে ভারতীয় মুদ্রায় গান্ধীজির ছবি দেখা যায়?
উত্তর: ১৯৬৯ সালে ১০০ টাকার নোট
প্রশ্নঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ উইলিয়াম বেন্টিঙ্ক।
প্রশ্নঃ দিল্লী কবে ভারতের রাজধানী হয়?
উত্তর: ১৯১১ সালে।