Advertisement

IOCL recruitment 2022 : ইন্ডিয়ান অয়েলে নিয়োগ, দেড় হাজারের ওপর ভ্যাকান্সি, রইল সব তথ্য

IOCL Apprentice Recruitment 2022 : ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা iocl.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। মোট ১,৫৩৫ জন ট্রেন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং পিরিয়ড চলবে ১ থেকে ২ বছর। প্রার্থীদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

IOCL
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Sep 2022,
  • अपडेटेड 4:38 PM IST
  • আইওসিএল নিয়োগ করছে শিক্ষানবিশ
  • ২৩ অক্টোবরের মধ্যে করুন আবেদন
  • থাকতে হবে আইটিআই ডিগ্রি

অ্যপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Recruitment 2022 )। দ্বাদশ শ্রেণি এবং আইটিআই পাশ প্রার্থীর আবেদন করতে পারেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা iocl.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। মোট ১,৫৩৫ জন ট্রেন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং পিরিয়ড চলবে ১ থেকে ২ বছর। প্রার্থীদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিজ্ঞাপিত যোগ্যতার মানদণ্ড পূরণ এবং কর্মক্ষমতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২২-এর নিরিখে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু - ২৪ সেপ্টেম্বর ২০২২ (সকাল ১০টা)
অনলাইন আবেদন শেষ - ২৩ অক্টোবর ২০২২ (বিকেল ৫টা)
অ্যাডমিট কার্ড ডাউলোডের সম্ভাব্য দিনক্ষণ - ১ থেকে ৫ নভেম্বর ২০২২
লিখিত পরীক্ষার সম্ভাব্য দিন - ৬ নভেম্বর ২০২২
ফলাফলের সম্ভাব্য দিন - ২১ নভেম্বর ২০২২
নথি যাচাইয়ের সম্ভাব্য তারিখ : ২৮ নভেম্বর ২০২২ থেকে ৭ ডিসেম্বর ২০২২

শূন্যপদের বিবরণ
ট্রেড শিক্ষানবিশ (অ্যাটেন্ডেন্ট অপারেটর)- ৩৯৬টি পদ
ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার)- ১৬১টি পদ
ট্রেড শিক্ষানবিশ (বয়লার)- ৫৪টি পদ
টেকনিশিয়ান শিক্ষানবিশ (রাসায়নিক)- ৩৩২টি পদ
টেকনিশিয়ান শিক্ষানবিশ (মেকানিক্যাল)- ১৬৩টি পদ
টেকনিশিয়ান শিক্ষানবিশ (মেকানিক্যাল)- ১৯৮টি পদ
টেকনিশিয়ান শিক্ষানবিশ (ইলেকট্রিক্যাল)- ১৯৮টি পদ
টেকনিশিয়ান শিক্ষানবিশ (ইনস্ট্রুমেন্টেশন) - ৭৪টি পদ
ট্রেড শিক্ষানবিশ (সচিব সহকারী)- ৩৯টি পদ
ট্রেড শিক্ষানবিশ (অ্যাকাউন্টেন্ট)- ৪৫টি পদ
ট্রেড শিক্ষানবিশ (ডেটা এন্ট্রি অপারেটর)- ৪১টি পদ
ট্রেড শিক্ষানবিশ ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার)- ৩২টি পদ

কীভাবে করবেন আবেদন 
প্রথম ধাপ - www.iocl.com ওয়েবসাইটে যান।
দ্বিতীয় ধাপ - হোম পেজে  'What’s New' में 'IOCL Trade Apprentice Recruitment 2022 link'-এ ক্লিক করুন।
তৃতীয় ধাপ - আবেদনপত্র পূরণ করুন এবং প্রাসঙ্গিক নথি আপলোড করুন। 
চতুর্থ ধাপ - এরপর ফর্ম জমা হবে। কনফারমেশন পেজের প্রিন্টআউট নিজের কাছে রাখুন। 

Advertisement

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে। 

আরও পড়ুনUPSC : বিভিন্ন পদে একগুচ্ছ সরকারি চাকরি, 7th Pay Commission অনুযায়ী মাইনে 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement