Advertisement

করোনার জের, এবার স্থগিত JEE Advanced ২০২১ পরীক্ষা

করোনা পরিস্থিতির জেরে এবার স্থগিত হয়ে গেল JEE Advanced ২০২১ পরীক্ষা। পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিল আইআইটি খড়্গপুর।

পিছিয়ে গেল পরীক্ষা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 May 2021,
  • अपडेटेड 4:02 PM IST
  • এবার স্থগিত হয়ে গেল JEE Advanced ২০২১ পরীক্ষা
  • পরীক্ষার দিন পরে জানানো হবে, জানিয়েছে আইআইটি খড়গপুর

করোনা পরিস্থিতির জেরে এবার স্থগিত হয়ে গেল JEE Advanced ২০২১ পরীক্ষা। পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিল আইআইটি খড়্গপুর। তাদের তরফে জানানো হয়েছে, ৩ জুলাই এই পরীক্ষা নেওয়ায়র কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে তা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা কবে হবে, তা এখনও ঠিক হয়নি। দিন পরে ঘোষণা হবে। 

এর আগে JEE Main ২০২১-এর  এপ্রিল ও মে মাসের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় NTA। সেই পরীক্ষা কবে হবে তা এখনও ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন : ১৩৪টি বাঁধ ভেঙেছে, ৩ লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত: মুখ্যমন্ত্রী

JEE Advanced ২০২১ সংক্রান্ত তথ্য

নিয়ম অনুযায়ী  JEE Main ২০২১-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে আড়াই লাখ জন JEE Advanced-এ বসতে পারবেন। জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে গেলে যোগ্যতা নির্ণায়ক মানদণ্ডের দুটি শর্ত পূরণ করতে হয় পড়ুয়াদের। প্রথমত, জয়েন্ট মেইন পরীক্ষায় ঊত্তীর্ণ হতে হয়। দ্বিতীয়ত, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। যদিও, এবার, দ্বিতীয় শর্তটি শিথিল করা হয়। 

জেইই অ্যাডভান্সড দুটি পেপারের হয়। পেপার ওয়ানের পরীক্ষা সকালে ৯ টা থেকে ১২ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় পত্রের পরীক্ষা বিকেলে আড়াইটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ে নির্ধারিত ছিল। তবে তা আপাতত হচ্ছে না। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement