
করোনা পরিস্থিতিতে ২০২০ সালের জেইই মেইন পরীক্ষা দেরিতে হয়েছিল। তবে ২০২১ সালে আর তেমনটা ঘটছে না। আগামী বছর JEE Main Exam অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বুধবার জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেইন ২০২১-এর তারিখ ঘোষণা করে দিলেন।
করোনা আবহে ২০২১ সালের জেইই পরীক্ষা কবে হবে এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষে শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিশ্চিন্ত করে জানানো হয় ফেব্রুয়ারি মাসেই প্রথম পরীক্ষা নেওয়া হবে। আবেদনের ফর্ম ডাউনলোড করা যাবেjeemain.nta.nic.in ওয়েবসাইট থেকে। এবার একাধিক প্রাদেশিক ভাষাতেও হবে জেইই পরীক্ষা। অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মারাঠি, মালায়লম, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু, উর্দু সহ ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে।
নতুন ব্যবস্থা অনুযায়ী এবার জেইই মেইন পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকছে না। শীঘ্রই আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রবেশিকা পরীক্ষা ধাপে ধাপে গ্রহণ করা হবে। ফেব্রুয়ারি ছাড়াও মার্চ, এপ্রিল ও মে মাসে হবে এই প্রবেশিকা। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, ফেব্রুয়ারিতে শেষদিনের পরীক্ষার পাঁচ দিনের মধ্যে তার ফল প্রকাশিত হবে। পরীক্ষার ধরনও বদলে যাচ্ছে। পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক পরীক্ষায় ৯০-এর মধ্যে ৭৫টি বা ৩০-এর মধ্যে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। জেইই মেইন পরীক্ষার র্যাঙ্কিংয়ের ধরনেও বদল আনা হচ্ছে। কোনও পরীক্ষার্থী যদি চারটি ধাপেই পরীক্ষা দেন, তবে চারবারের পরীক্ষার মধ্যে তাঁর সেরা ফল যা হবে, সেটিই বিবেচনা করা হবে।
২০২০ সালে করোনা মহামারির কারণে অনেক বিধি নিষেধের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হয়েছিল পরীক্ষার্থীদের। সুপ্রিম কোর্ট পর্যন্ত পরীক্ষা নিয়ে মামলা চলেছিল। করোনা পরিস্থিতিতে পরীক্ষার বিরোধিতা করে একাধিক রাজনৈতিক দল এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। শেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই পরীক্ষা নেওয়া হয়। এবার অবশ্য ভিডিও বার্তায় ২০২১ সালের জেইই মেইন পরীক্ষার দিন আগেই ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।