Advertisement

JENPAS UG 2022 Dates : জেনপাস-এর দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড, পরীক্ষা কবে?

JENPAS UG 2022 Dates: জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examination Board)-এর তরফ থেকে পড়ুয়াদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে।

জেনপাস-এর দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড (প্রতীকী ছবি)জেনপাস-এর দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2021,
  • अपडेटेड 5:33 PM IST
  • রাজ্যের ইঞ্জিনিয়ারিং জয়েন্ট পরীক্ষার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে
  • এবার জেনপাস-ইউজি-র দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড
  • অনলাইনে আবেদন শুরু হবে ২০২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে

JENPAH UG 2022 Dates: রাজ্যের ইঞ্জিনিয়ারিং জয়েন্ট পরীক্ষার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার জেনপাস-ইউজি (JENPAH UG 2022)-র দিনক্ষণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সজামিনেশন বোর্ড (West Bengal Joint Entrance Examination Board)। অনলাইনে আবেদন শুরু হবে ২০২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ। আর পরীক্ষা নেওয়া হবে ২০২২ সালের ১৫ মে।

ওয়েবসাইটে সব তথ্য রয়েছে
সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে তথ্য রয়েছে। নার্সিং, প্য়ারামেডিক্যাল কোর্স-সহ আরও বেশ কিছু বিষয়ে পড়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স টেস্ট (JENPAH UG 2022) দিতে হয়।

আরও পড়ুন

জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examination Board)-এর তরফ থেকে পড়ুয়াদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। ছাপানো কোনও ফর্ম নেই। বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সে কাজ করতে হবে। ওয়েবসাইটটি হল www.wbjeeb.nic.in। 

আবেদনকারীর মোবাইল এবং ইমেল আইডি থাকতে হবে। কেন তার কারণ বলেছে বোর্ড। রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর এবং ইমেড আইডি-তে পরীক্ষা বা সে সংক্রান্ত তথ্য পাঠানো হবে। ফলে সেগুলি না থাকলে পড়ুয়ারা তথ্য না-ও পেতে পারেন। তাদের সমস্যা হতে পারে। 

ফর্ম পূরণের সময় কিছু জিনিস খেয়াল রাখা দরকার। এর মধ্য়ে একটি হল কিছু তথ্য একবার জমা দেওয়ার পর তা আর পাল্টানো যাবে না। সেগুলি হল প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, বাসস্থান এবং জন্মতারিখ।  

নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চন কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি এবং সইয়ের স্ক্যানড কপি আপলোড করতে হবে। নেট ব্য়াঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিত হবে। বাকি তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement

এই পরীক্ষা দিয়ে কোন কোন বিষয়ে পড়ার সুযোগ মেলে-

  • বিএসসি নার্সিং (ব্যাচেলর অফ নার্সিং)
  • বিপিটি (ব্যাচেলর অফ ফিজিওথেরাপি)
  • বিএমএলটি (ব্যাচেলর অফ মেডিক্যাল ল্য়াবরেটরি টেকনোলজি)
  • বিএসসি সিসিটি (বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি)
  • বিএসসি  ওটিটি (বিএসসি ইন অপারেশন থিয়েচটার টেকনোলজি)
  • বিএসসি  পিটি (বিএসসি ইন পারফিশন টেকনোলজি)
  • বিএসসি  পিএ (বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট)
  • বিএসসি  পিপি (বিএসসি ইন ফিজিশিয়ান অ্য়াসিস্ট্যান্ট)
  • বিএসসি এমএম (বিএসসি ইন মেডিক্যাল মাইক্রোবায়োলজি)
  • বিএইচএ (ব্য়াচেলর ইন হসপিটাল ম্য়ানেজমেন্ট)

পরীক্ষার দিনক্ষণের ব্য়াপারে আরও জানার জন্য এখানে ক্লিক করুন
জেনপাস-ইউজি সংক্রান্ত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement
Advertisement