Advertisement

Upper primary recruitment- উচ্চ-প্রাথমিক নিয়োগ-জট, এই সপ্তাহে হবে না শুনানি

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, তা হল না।

কলকাতা হাইকোর্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jul 2021,
  • अपडेटेड 6:26 PM IST
  • উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ
  • আজ সেই মামলার শুনানি হল না
  • আগামী মঙ্গলবার মামলার শুনানি

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরি-প্রার্থীদের একাংশ। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, হল না। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি। তবে ইতিমধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন, তা চালাতে পারবে। 

হাইকোর্ট সূত্রে খবর, আগামী ২০ জুলাই  বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির সকাল ১১টায় থেকে শুনানি হওয়ার কথা। 

আরও পড়ুন : মুকুলকে PAC থেকে সরাতে আসরে শাহ! রাষ্ট্রপতি দরবারেও শুভেন্দুরা

প্রসঙ্গত, গত ২১ জুন স্কুল সার্ভিস কমিশন ১৪ হাজারেরও বেশি টি পদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল। তবে সেই তালিকা প্রকাশ নিয়ে কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। তার ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেন। পরে হাইকোর্টের নির্দেশে ফের প্রার্থীর প্রাপ্ত নম্বর-সহ তালিকা প্রকাশ করে কমিশন। তারপর গত ৯ তারিখ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন বিচারপতি। 

তবে চাকরি প্রার্থীদের একাংশ ফের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল আজ। 

এদিকে হাইকোর্টের নির্দেশ মেনে আজ থেকে চাকরিপ্রার্থীদের অভিযোগ নেওয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement