Madhyamik Examination 2022 Question Paper History: রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে বেশ নির্বিঘ্নেই হয়েছে মাধ্যমিক পরীক্ষা। করোনা বিধি মেনে আয়োজন করা হয়েছে পরীক্ষার। এই পরীক্ষা পড়ুয়াদের জন্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্কুলের বাইরে গিয়ে তাদের পরীক্ষা দিতে হয়। পরবর্তী সময়ে কে কোন বিষয়ে লেখাপড়া করবে, বলা যেতে পারে সেই দিশা নির্দেশ করে এই পরীক্ষা।
৭ মার্চ থেকে শুরু হয়ছে মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার (১১ মার্চ) ছিল ইতিহাস পরীক্ষা। কেমন হয়েছিল এবারের প্রশ্নপত্র? চলুন দেখে নেওয়া যাক চলতি বছরের মাধ্যমিকের ইতিহাসের কয়েকটি প্রশ্ন।
প্রশ্ন- রেশম আবিষ্কৃত হয় প্রাচীন-
ক) ভারতে
খ) রোমে
গ) পারস্যে
ঘ) চীন দেশে
প্রশ্ন- নিষিদ্ধ শহর বলা হয়-
ক) লাসাকে
খ) বেইজিংকে
গ) রোমকে
ঘ) কনস্ট্যানটিনোপলকে
প্রশ্ন- বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল-
ক) সমাচার দর্পণ
খ) সম্বাদ প্রভাকর
গ) ব্রাক্ষ্ণণ সেবধি
ঘ) বাঙাল গেজেটি
প্রশ্ন- 'সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) ভিনসেন্ট স্মিথ
খ) জেমস মিল
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ) লর্ড কর্নওয়ালিস
প্রশ্ন- মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন-
ক) বাংলার ওয়াহাবি আন্দোলন
খ) ফরাজি আন্দোলন
গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
ঘ) নীল বিদ্রোহ
প্রশ্ন- 'বন্দেমাতরম' সঙ্গীতটি রচনা করেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টচোপাধ্য়ায়
ঘ) স্বামী বিবেকানন্দ