রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হতে চলেছে নয়া পোশাক। জানা যাচ্ছে, বাংলায় সমস্ত সরকারি, আধা সরকারি এবং সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলের পড়ুয়াদের পোশাকের রঙ নীল ও সাদা রঙের হবে। নয়া এই পোশাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা 'বিশ্ব বাংলা'র লোগোও থাকবে বলে জানা যাচ্ছে।
এক সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের এমএসএমই বিভাগ নতুন ইউনিফর্ম সরবরাহ করবে। এক্ষেত্রে প্রি-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্ররা পরবে সাদা জামা ও নেভি-ব্লু প্যান্ট এবং মেয়েরা পরবে নেভি ব্লু ফ্রক এবং সালওয়ার কামিজের সঙ্গে সাদা শার্ট। প্রতিটি পোশাকের পকেটে দেখা দেখা যাবে বিশ্ব বাংলা লোগো। এমনকি রাজ্য সরকার পড়য়াদের যে স্কুল ব্যাগ দিচ্ছে তাতেও থাকবে এই লোগো।
ওই সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্ররা একটি ফুল শার্ট ও একটি হাফ প্যান্ট পাবে। অন্যদিকে প্রি-প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রীরা পাবে শার্ট ও টিউনিক ফ্রকের ২টি করে সেট। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের শার্ট ও স্কার্টের ২টি করে সেট দেওয়া হবে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সালওয়ার এবং কামিজের ওড়নার ২টি করে সেট পাবে ছাত্রীরা। প্রসঙ্গত, রাজ্যের প্রায় সমস্ত সরকারি ভবনেও ইতিমধ্যে নীল সাদা রঙ করা হয়েছে।