Advertisement

Optical Illusions Pictures Hidden Objects : ছবিতে উলের গোলার মাঝে লোকানো রয়েছে একটি বল, খুঁজে পেলেন?

প্রতিবেদনে যে ছবিটি রয়েছে তাতে দেখা যাচ্ছে একজন মহিলা বসে উল দিয়ে স্কার্ফ বুনছেন। আশেপাশে আরও অনেক উলের গোলা পড়ে রয়েছে। সামনেই রয়েছে একটি টেবিল। তাতে কিছু খাবার রাখা রয়েছে। ঘরটি খুব সুন্দর করে সাজান রয়েছে। এছাড়াও ঘরে রয়েছে কয়েকটি বিড়াল, যেগুলি বিভিন্ন দিকে বসে রয়েছে। এরই মাঝে রয়েছে একটি বলও। আর সেটিই আপনাকে খুঁজে বের করতে হবে। 

Optical IllusionsOptical Illusions
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Dec 2022,
  • अपडेटेड 11:00 AM IST
  • ছবিটি দেখুন
  • রয়েছে একটি বল
  • আপনার চোখে পড়ল?

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন অনেক ছবি ভাইরাল হয়, যেগুলি অপটিক্যাল ইলিউশানযুক্ত। কারণ সেই ছবিগুলির মাধ্যমে মানুষ নিজেদের বুদ্ধি পরীক্ষা করে দেখেন। আমারও প্রায়শই আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশানযুক্ত ছবি। কখনও সেই ছবিগুলি থেকে আপনাদের কিছু খুঁজতে হয়, কখনও আবার ভুল খুঁজে বের করতে হয়। কখনও আবার ২টি ছবির মধ্যে থেকে পার্থক্য খুঁজে বের করতে হয় আপনাদের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ছবির মধ্যে দিয়ে মস্তিষ্কের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। তাতে একদিকে যেমন মস্তিষ্ক উর্বর হয়,তেমনই বুদ্ধিও প্রখর হয়। এই প্রতিবেদনেও তেমনই একটি ছবি নিয়ে আসা হয়েছে। 

ছবিতে যা রয়েছে...
প্রতিবেদনে যে ছবিটি রয়েছে তাতে দেখা যাচ্ছে একজন মহিলা বসে উল দিয়ে স্কার্ফ বুনছেন। আশেপাশে আরও অনেক উলের গোলা পড়ে রয়েছে। সামনেই রয়েছে একটি টেবিল। তাতে কিছু খাবার রাখা রয়েছে। ঘরটি খুব সুন্দর করে সাজান রয়েছে। এছাড়াও ঘরে রয়েছে কয়েকটি বিড়াল, যেগুলি বিভিন্ন দিকে বসে রয়েছে। এরই মাঝে রয়েছে একটি বলও। আর সেটিই আপনাকে খুঁজে বের করতে হবে। 

বলটি কিন্তু চোখের সামনেই রয়েছে। তবে সেটি চালাকি করে এমন একটি জায়গায় রাখা হয়েছে, যা অনেকের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। যদি আপনি ইতিমধ্যেই খুঁজে পেয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি নিঃসন্দেহে তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী। আর যদি এখনও খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপানাকে সাহায্য করবো। 

আরও পড়ুন

Optical Illusions

বলটি যেখানে রয়েছে...
আপনি নিশ্চয় ইতিমধ্যেই দেখেছেন যে মহিলার সামনে অনেকগুলি উলের গোলা ছড়িয়ে রয়েছে। আর এই ছবিতে লুকিয়ে কয়েছে একটি বলও। আসলে উলের গোলার মাঝে চোখ ধাঁধিয়ে যাওয়ায় বলটা হয়তো খুঁজে পাচ্ছেন না। ওই মহিলা যেখানে বসে রয়েছেন তার পাশেই দেখুন রয়েছে বলছি। এবার নিশ্চয় আপনি সেটি দেখতে পেয়েছেন। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement