Advertisement

Find The Object Game From Image : বাথরুমে রয়েছে একটি Headphone, গান শুনতে চাইলে খুঁজে নিন

প্রতিবেদনে আপানার সামনে যে ছবিটি রয়েছে সেটি একটি বাথরুমের ছবি। সেখানে বাথটাবে জল ভর্তি করা হচ্ছে। এছাড়াও রয়েছে ওয়াশিং মেশিন, টয়লেট সিট ও ওয়াশ বেসিন। একই সঙ্গে বাথরুমে ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে সেখানে। ওয়াশ বেসিনের সামনে একটি ওয়ারড্রোবও রয়েছে, যার উপর কিছু জিনিসপত্র এবং ড্রায়ার রাখা হয়েছে। এছাড়াও বাথরুমে একটি হেডফোনও রয়েছে, যা সহজে দেখা যাচ্ছে না। সেই হেডফোনটিই (Headphone) আপনাকে খুঁজতে হবে।

Optical Illusions
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Feb 2023,
  • अपडेटेड 4:50 PM IST
  • ছবিতে দেখা যাচ্ছে একটি বাথরুম
  • সেখানে রয়েছেন প্রচুর জিনিস
  • কিন্তু তার মাঝে হেডফোনটি খুঁজে পাচ্ছেন কি?

ছোটবেলায় আমরা প্রায় সকলেই ছবিতে লুকানো বস্তু খুঁজে বের করার খেলা খেলেছি (Find The Object Game)। বর্তমানে সেই খেলাটি অনলাইনেও (Online) খেলা যায়। মানুষ এর মাধ্যমে নিজেদের পর্যবেক্ষণ ক্ষমতাকে ঝালিয়ে নেন। এগুলোকে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) ছবি বলা হয়। আমরা প্রায়শই আপনাদের জন্য বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন ক্যুইজ নিয়ে আসি, যা আপনাদের মনকে সতেজ রাখে। এই প্রতিবেদনেও তেমনই একটি ছবি আনা হয়েছে, যার মধ্যে বিশেষ একটি জিনিস লোকানো আছে, যা আপনাদের খুঁজে বের করতে হবে (Find The Object Game From Image)। 

ছবিতে কী রয়েছে?
প্রতিবেদনে আপানার সামনে যে ছবিটি রয়েছে সেটি একটি বাথরুমের ছবি। সেখানে বাথটাবে জল ভর্তি করা হচ্ছে। এছাড়াও রয়েছে ওয়াশিং মেশিন, টয়লেট সিট ও ওয়াশ বেসিন। একই সঙ্গে বাথরুমে ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে সেখানে। ওয়াশ বেসিনের সামনে একটি ওয়ারড্রোবও রয়েছে, যার উপর কিছু জিনিসপত্র এবং ড্রায়ার রাখা হয়েছে। এছাড়াও বাথরুমে একটি হেডফোনও রয়েছে, যা সহজে দেখা যাচ্ছে না। সেই হেডফোনটিই (Headphone) আপনাকে খুঁজতে হবে।

আপনি যদি ইতিমধ্যেই হেডফোন খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিশক্তি সত্যই তীক্ষ্ণ। আর যদি এখনও পর্যন্ত হেডফোনটি খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার দরকার নেই। কারণ হেডফোনটি কোথায় আছে তা খুঁজে বের করতে আমরা আপনাকে সাহায্য করব।

Optical Illusions

ছবিতে যেখানে রয়েছে হেডফোনটি...
ছবিতে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে হেডফোনটি ইতিমধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু সেটি এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হেডফোনটি ওয়াশিং মেশিনের পাশে দেওয়ালে থাকা একটি আলমারিতে রাখা হয়েছিল। হেডফোনের সামনে ছিল একটি বোতল। আর সেই দুটির রং প্রায় একই ধরনের হওয়ায় হেডফোনটি খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। এবার আশাকরি আপনি হেডফোনটি খুঁজে পেয়েছেন। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য নিয়মিতভাবে লগ ইন করুন Bangla.Aajtak.In।

Advertisement

আরও পড়ুন - ভারতের সিদ্ধান্তে বিরাট ধাক্কা পাকিস্তানের, খেলবে না ২০২৩ বিশ্বকাপ?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement