Advertisement

Find The Differences Between Two Pictures : আপনি কতটা বুদ্ধিমান বলে দেবে এই ছবি, খুঁজে বের করুন ২ ফোটোর ৫ পার্থক্য

আপনার সামনে যে ছবি ২টি তুলে ধরা হয়েছে, সেগুলি আপাতভাবে দেখতে একইরকম লাগলেও এগুলির মধ্যে লুকিয়ে আছে ৫টি সূক্ষ্ম পার্থক্য। ছবিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ের সামনে রয়েছে একটি রাস্তা। আর সেই রাস্তা হিয়ে একটি গাড়ি যাচ্ছে। যদি খুব খুঁটিয়ে ছবি ২টি দেখেন তবে, উভয়ের মধ্যে পার্থক্যগুলো খুঁজে পাবেন।

দুই ছবিতে লুকিয়ে পাঁচ পার্থক্যদুই ছবিতে লুকিয়ে পাঁচ পার্থক্য
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Aug 2022,
  • अपडेटेड 3:15 PM IST
  • আপনার সামনে ২টি ছবি
  • আপাতভাবে দেখতে একই রকম
  • কিন্তু লুকিয়ে রয়েছে ৫ ফারাক

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের কুইজ, পাজল বা ধাঁধার সমাধান করে বেশ আনন্দ উপভোগ করা যায়। এর মধ্যে কখনও কখনও ছবিতে লুকিয়ে থাকা বিশেষ কোনও জিনিস খুঁজে বের করতে হয়, কখনও আবার খুঁজতে হয় দুটি ছবির পার্থক্য। এর জন্য বুদ্ধি প্রয়োগ করতে হয়। তবে একবার সঠিক উত্তর খুঁজে পাওয়া গেলে বেশ ভাল লাগে। এখানে রয়েছে তেমনই ২টি ছবি, যার মধ্যে ৫টি পার্থক্য খুঁজে বের করতে হবে আপনাকে।

ছবিটি কী?
আপনার সামনে যে ছবি ২টি তুলে ধরা হয়েছে, সেগুলি আপাতভাবে দেখতে একইরকম লাগলেও এগুলির মধ্যে লুকিয়ে আছে ৫টি সূক্ষ্ম পার্থক্য। ছবিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ের সামনে রয়েছে একটি রাস্তা। আর সেই রাস্তা হিয়ে একটি গাড়ি যাচ্ছে। যদি খুব খুঁটিয়ে ছবি ২টি দেখেন তবে, উভয়ের মধ্যে পার্থক্যগুলো খুঁজে পাবেন। 

যদি ১০ সেকেন্ডের মধ্যে দুটি ছবির মধ্যে থাকা ৫টি পার্থক্য খুঁজে পান, তাহলে ধরে নেওয়া যেতে পারে, আপনার দৃষ্টি তীক্ষ্ণ এবং আপনি একজন প্রখর বুদ্ধিধর মানুষ। অনেকেই অবশ্য পার্থক্যগুলি খুঁজে পাননি। কারও কারও মতে ছটি দুটিতে কোনও পার্থক্যই নেই। যদিও পার্থক্য অবশ্যই আছে।

আরও পড়ুন

দেখে নিন পার্থক্যগুলি

ছবি দু'টির পার্থক্য কোথায়?
আপনি যদি ছবি ২টি মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে দেখবেন, গাড়ির পিছনের দিকের ছায়া, জানালা এবং মাথায় ৩টি পার্থক্য রয়েছে। এছাড়া বাকি ২টি পার্থক্য রয়েছে পাহাড়ে। এবার বলুন আপনি কতগুলো পার্থক্য খুঁজে পেলেন?

 

Read more!
Advertisement
Advertisement