Advertisement

RRB NTPC CBT 2 পরীক্ষার দিনক্ষণ জারি, জেনে নিন বিস্তারিত

নোটিশে যেকোনও আপডেটের জন্য প্রার্থীদের কেবল মাত্র অফিসিয়াল রিজিওনাল রেলওয়ের ওয়েবসাইটগুলিতেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রার্থীদের কোনওরকম অননুমোদিত উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর না করার কথাও বলা হয়েছে নোটিশে। পরীক্ষার কিছু আগে অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। 

জারি করা নোটিশ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Apr 2022,
  • अपडेटेड 2:07 PM IST
  • NTPC-তে নিয়োগের জন্য CBT 2-এর দিনক্ষণ ঘোষণা
  • পরীক্ষা হবে মে মাসে
  • নোটিশ দিয়ে জানাল রেল

rrbcdg.gov.in, RRB NTPC CBT 2 Exam Date 2022 : নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে (NTPC) নিয়োগের জন্য CBT 2-এর দিনক্ষণ ঘোষণা করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB। প্রথম ধাপের অনলাইন পরীক্ষায় সামিল প্রার্থীরা rrbcdg.gov.in ওয়েবসাইট থেকে  NTPC CBT 2-এর সম্পূর্ণ শিডিউল ডাউনলোড করতে পারেন। দ্বিতীয় ধাপের অনলাইন পরীক্ষা 09 এবং 10 মে আয়োজিত হবে। 

কম্পিউটার বেসড টেস্ট CBT 1-এ পে-লেভেল 4 এবং 6-এ কৃতকার্য প্রার্থীদের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজিত হবে  09 এবং 10 মে। তবে পে-লেভেল 2,3 ও 5-এর পরীক্ষার শিডিউল পরে জারি করা হবে বলে জানানো হয়েছে। RRB NTPC CBT 1 Revised Result-এর ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

নোটিশে যেকোনও আপডেটের জন্য প্রার্থীদের কেবল মাত্র অফিসিয়াল রিজিওনাল রেলওয়ের ওয়েবসাইটগুলিতেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রার্থীদের কোনওরকম অননুমোদিত উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর না করার কথাও বলা হয়েছে নোটিশে। পরীক্ষার কিছু আগে অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। 

2020-র ডিসেম্বর থেকে 2021-এর জুলাই পর্যন্ত NTPC CBT 1 আয়োজিত করেছিল রেলওয়ে বোর্ড। মোট ৭ দফায় হয় পরীক্ষা। এরপর চলতি বছরের জানুয়ারি মাসের 14 এবং 15 তারিখ রেজাল্ট প্রকাশ করা হয়। তবে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় 30 মার্চ রিভাইসড রেজাল্ট ঘোষণা করা হয়। তাতে অধিক সংখ্যক পরীক্ষার্থীকে CBT 2-এর জন্য বেছে নেওয়া হয়। ওই রিভাইসড রেজাল্টের প্রেক্ষিতেই পরবর্তী প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

আরও পড়ুনএত সস্তায় টিভি! Flipkart-এর এই অফার মিস করলেই পস্তাবেন

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement