রামকৃষ্ণ মিশন শিক্ষণমন্দিরে চাকরির সুযোগ। চুক্তির ভিত্তিক পূর্ণ সময়ের সহঅধ্যাপক নিয়োগ করছে রামকৃষ্ণ মিশন শিক্ষণমন্দির (Ramakrishna Mission Sikshanamandira)। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হয়ে নিয়োগ। এই মর্মে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইরেজি, অঙ্ক ও জীবন বিজ্ঞান বিষয়ের জন্য চুক্তির ভিত্তিক পূর্ণ সময়ের সহঅধ্যাপক নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজির ইন্টারভিউ হবে পয়লা সেপ্টেম্বর সকাল ১১টায়। অঙ্কর ইন্টারভিউ হবে ওইদিনই অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দুপুর ২টোয়। আর জীবন বিজ্ঞানের ইন্টারভিউ হবে ২রা সেপ্টেম্বর বেলা ১১টায়।
কী কী নিয়ে যেতে হবে?
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন উপরোক্ত সময়ের ৩০ মিনিট আগে পৌঁছতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার সমস্ত অরিজিনাল সার্টিফিকেট, ঠিকানা ও বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র। সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে।
ইন্টারভইউয়ের ফি ও বেতন
ইন্টারভিউতে প্রবেশের আগে প্রার্থীদের দিতে হবে ৩০০ টাকা ফি। সফল প্রার্থীরা মাসে বেতন পাবেন ৪৫ হাজার টাকা। আরও তথ্যের জন্য দেখুন https://www.rkmsm.org/ ওয়েবসাইটটি।