RRB NTPC CBT 1 Results Latest Updates: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সিবিটি ১ (CBT 1) পরীক্ষার রেজাল্টের ঠিক আগে আরআবি এনটিপিসি (RRB NTPC) সংক্রান্ত একটি নতুন নোটিশ জারি করেছে। যে প্রার্থীরা এই চাকরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং যাঁরা ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুলাইয়ে পরীক্ষা দিয়েছেন, তাঁরা একবার এই নোটিশ চেক করে নিন।
সরকারি ওয়েবসাইটে তা দেখা যাচ্ছে। সরকারি ওয়েবসাইটের ঠিকানা হল rrbcdg.gov.in। সেখানে ওই নোটিশ এখন দেখা যাচ্ছে।
ওই নোটিশে বলা হয়েছে,আরআরবি এনটিপিসি সিইএন ০১/২০১৯ (RRB NTPC CEN 01/2019)-এ ভ্যাকেন্সি রিডিস্ট্রিবিউশন করা হয়েছে। এটা বোঝা প্রার্থীদের জন্য খুবই দরকারি। বোর্ড এক্স-সার্ভিসম্যানের জন্য সংরক্ষণের সংখ্যা ১০ শতাংশ থেকে পরিবর্তন করেছে।
এর পাশাপাশি ক্যাটিগরি ৩ গুডস গার্ডস পদের জন্য পিডব্লুডু প্রার্থীদের অনুপযুক্ত বলে বলা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তা হল আরআরবি জেঅ্যান্ডকে-র জন্য এনডি পদ তুলে দেওয়া হয়েছে।
বোর্ড স্পষ্ট করে দিয়েছে, বাকি যা যেমন রয়েছে,তা তেমনই থাকবে। সেখানে আবার জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রকম আপডেটের জন্য সরকারি ওয়েবসাইট দেখতে হবে। সেখানেই সব তথ্য পাওয়া যাবে।
প্রথম দফার অনলাইন পরীক্ষা (RRB NTPC)-র রেজাল্ট ১৫ জানুয়ারি প্রকাশিত হওয়ার কথা। সেখানে ১ কোটির বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন। সে জন্য ৭ দফা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।