Advertisement

SBI PO Recruitment 2022 : SBI-তে প্রায় ১৭০০ চাকরি, বেতন মাসে ৬৩ হাজার টাকারও বেশি

স্নাতক পাশ প্রার্থীরা ১২ অক্টোবর ২০২২-এর মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ sbi.co-তে রেজস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আগামী ১৭, ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর ২০২২-এ অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা। যে সমস্ত ছাত্রছাত্রীরা SBI PO প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের SBI PO মেইন পরীক্ষার জন্য ডাকা হবে এবং তারপর সাইকোমেট্রিক পরীক্ষা হবে৷

SBI
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Sep 2022,
  • अपडेटेड 6:17 PM IST
  • স্টেট ব্যাঙ্কে প্রচুর চাকরি
  • মোট শূন্যপদ ১,৬৭৩
  • স্নাতক পাশ হতে হবে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২২শে সেপ্টেম্বর 2022-এ প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের জন্য রেজিস্ট্রেশন উইন্ডো আনলক করেছে। স্নাতক পাশ প্রার্থীরা ১২ অক্টোবর ২০২২-এর মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ sbi.co-তে রেজস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আগামী ১৭, ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর ২০২২-এ অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা। যে সমস্ত ছাত্রছাত্রীরা SBI PO প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের SBI PO মেইন পরীক্ষার জন্য ডাকা হবে এবং তারপর সাইকোমেট্রিক পরীক্ষা হবে৷

মোট ১,৬৭৩ শূন্যপদে নেওয়া হবে প্রবেশনারি অফিসার (SBI PO Recruitment 2022)। এর মধ্যে  ৬৪৮টি শূন্যপদ অসংরক্ষিত, ৪৬৪টি ওবিসি, ২৭০টি এসসি, ১৩১টি এসটি এবং ১৬০টি ইডব্লুএস শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত। SBI PO 2022-এ আবদনের জন্য প্রার্থীদের থাকতে হবে স্নাতক ডিগ্রি। বয়স হতে হবে ৩০ বছর বা তার নিচে। তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেওয়া হবে। সফল প্রার্থীরা মাসে ৬৩,৮৪০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদনকারীদের প্রথমে নিজেদের রেজিস্টার করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় ৭৫০ টাকা ফি দিতে হবে। তবে SC, ST, দিব্যাং এবং মহিলা প্রার্থীদের কোনওরকম ফি দিতে হবে না। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন। 

আরও পড়ুনঅষ্টম শ্রেণি পাশে ডাক বিভাগে চাকরি, বেতন মাসে ৬৩ হাজরেরও বেশি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement