Advertisement

SSC High Court CBI: SSC গ্রুপ ডি মামলায় CBI-কে অনুসন্ধানের নির্দেশ

SSC High Court CBI: বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এদিন মামলার শুনানি ছিল। মাননীয় বিচারপতি হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটির কাজের সমালোচনা করেন। পাশাপাশি সেই কমিটিকে খারিজও করে দেন। বিচারপতির পর্যবেক্ষণ, এই কমিটি আদালতকে অসম্মান করছে। আদালতের নির্দেশের পরও কেন রিপোর্ট পেশ করা হল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কি? এই প্রশ্নও তোলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

কলকাতা হািকোর্ট (ফাইল ছবি)
ইন্দ্রজিৎ কুণ্ডু
  • কলকাতা,
  • 15 Feb 2022,
  • अपडेटेड 4:03 PM IST
  • SSC গ্রুপ ডি মামলায় অনুসন্ধান কমিটি খারিজ
  • সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ বিচারপতির
  • আদালত আরও কী কী নির্দেশ দিয়েছে দেখুন

SSC গ্রুপ ডি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রাক্তন বিচারপতি আর কে বাগের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি তদন্ত চালাচ্ছিল, সেই কমিটি বাতিল করল কলকাতা হাইকোর্ট। CBI-কে ফের অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট।

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এদিন মামলার শুনানি ছিল। মাননীয় বিচারপতি হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটির কাজের সমালোচনা করেন। পাশাপাশি সেই কমিটিকে খারিজও করে দেন।  বিচারপতির পর্যবেক্ষণ, এই কমিটি আদালতকে অসম্মান করছে। আদালতের নির্দেশের পরও কেন রিপোর্ট পেশ করা হল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কি? এই প্রশ্নও তোলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকরি পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না।

আরও পড়ুন : শহিদ দিবসে শিলদায় উদ্ধার মাও পোস্টার, লেখা 'খেলা হবে'

আদালতের নির্দেশ, আজকের মধ্যেই CBI-এর ডিরেক্টর অনুসন্ধান কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবেন। কাল সকালে CBI আদালতে জানাবে যে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।

বিচারপতির আরও নির্দেশ, আজ রাত ৯ টার মধ্যে CBI যদি নির্দেশ কার্যকর করতে না পারেন তাহলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সঙ্গে আগামীকাল সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে নথি সংগ্রহ করবে।

আরও পড়ুন : নজির! নববধূকে ১১ লাখের গাড়ি উপহার শাশুড়ির, 'পণ' নিলেন ১ টাকা

আদালতের আরও নির্দেশ, অনুসন্ধান কমিটির যদি কোনও অফিস থাকে তাহলে সেখানে কমিটির সদস্য ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। অফিসের বাইরে এখন থেকেই CRPF মোতায়েন থাকবে। CBI-এর অনুসন্ধান কমিটিতে থাকবেন DIG পদমর্যাদার আধিকারিক। নেতৃত্বে থাকবেন একজন যুগ্ম অধিকর্তা। 
 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement