Advertisement

Tet Exam West Bengal 2022 Latest News Goutam Paul : ২০১৪ ও ১৭-র উত্তীর্ণরা এবার TET-এ বসতে পারবেন? এল বড় UPDATE

১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের TET পরীক্ষার আবেদন প্রক্রিয়া। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2022,
  • अपडेटेड 4:50 PM IST
  • ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের TET পরীক্ষার আবেদন প্রক্রিয়া
  • তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল

১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের TET পরীক্ষার আবেদন প্রক্রিয়া। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। কারা এবারের পরীক্ষায় বসতে পারবেন তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

২০১৪ ও ২০১৭ সালে যাঁরা TET পরীক্ষায় পাশ করেছিলেন তাঁরা কি এবারের পরীক্ষায় বসতে পারবেন ? এই প্রশ্ন ছিল অনেকের মনে। গৌতমবাবু সেই প্রশ্নের উত্তর দেন। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ২০১৪ সালে যে TET হয়েছিল তার নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ছিলেন। এঁদের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৯৫২ জন। তাঁদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন ১ লাখ ১৮ হাজারের বেশি। তালিকাভুক্ত হয়েছিল ৪২ হাজারের কিছু বেশি। 

আরও পড়ুন

তিনি আরও জানান, ২০২০-২১ সালে ১৬ হাজার ৫০০ ভ্যাকান্সি তৈরি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন ২৯ হাজারের বেশি জন। এঁরা রেজিস্ট্রেশন করেছিলেন। তালিকাভূক্ত হয়েছিলেন প্রায় ১৩,৬৮৫ জন। চাকরি পেয়েছিলেন ১৩ হাজার ৫৬৪ জন।  

পর্ষদ সভাপতি আরও জানান, ২০১৪ সালে TET পাশ করেও যাঁরা আন্দোলন করেছেন, যাঁরা ওই ১৩,৬৮৫ জনের মধ্যে ছিলেন না, তার সংখ্যা হল ১৬ হাজার ১০১ জন। 

২০১৭ সালে TET হয়েছিল। মোট ১ লাখ ৮৯ হাজার ৫১৪ জন পরীক্ষা দেন। পাশ করেন ৯ হাজার ৮৯৬ জন। তারপরই গৌতমবাবু বলেন, 'বিভিন্ন পত্রপত্রিকাতে ভুলবার্তা যাচ্ছে। আমি বলতে চাইছি নিয়োগের একটা প্রক্রিয়া আছে। আর সেটা নিয়ম মেনে হবে। ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত যে নিয়ম সেখানে বলা হয়েছে, যাঁরা TET পাশ করবেন, ট্রেনিং ডিগ্রি রয়েছে বা b.ed রয়েছে তাঁরাও পরীক্ষায় বসতে পারবেন। ' 

Advertisement

২০১৪ সাল ও ২০১৭ সালে যাঁরা পাশ করেছেন তাঁরা কি এবারের পরীক্ষায় বসতে পারবেন? গৌতমবাবু বলেন, 'আমি সাফ জানিয়ে দিচ্ছি, ২০১৪ ও ২০১৭ সালের প্রার্থীরা TET-এর আবেদন করতে পারবেন। তাঁরা পরীক্ষায় বসতে পারবেন।' 

 

Read more!
Advertisement
Advertisement