Advertisement

'সেই বিশ্বভারতীকে আমরা রাখতে পারিনি', খেদ উপাচার্যের

"যে বিশ্বভারতী (Visva Bharati University) ছিল, সেই বিশ্বভারতীকে আমরা রাখতে পারিনি।" এবার ব্যর্থতার সুর খোদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-chancellor) বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)-র মুখে। রবিবার রামকিঙ্কর মঞ্চে 'ভুল রাস্তা' শীর্ষক একটি নাটক শেষে একথা বলেন উপাচার্য।

বক্তব্য পেশ করছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
ভাস্কর মুখোপাধ্যায়
  • বোলপুর,
  • 31 Jan 2021,
  • अपडेटेड 6:16 PM IST
  • যে বিশ্বভারতী ছিল সেই বিশ্বভারতীকে আমরা রাখতে পারিনি
  • এবার ব্যর্থতার সুর খোদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মুখে
  • রবিবার রামকিঙ্কর মঞ্চে 'ভুল রাস্তা' শীর্ষক একটি নাটক শেষে একথা বলেন উপাচার্য

"যে বিশ্বভারতী (Visva Bharati University) ছিল, সেই বিশ্বভারতীকে আমরা রাখতে পারিনি।" এবার ব্যর্থতার সুর খোদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-chancellor) বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)-র মুখে। রবিবার রামকিঙ্কর মঞ্চে 'ভুল রাস্তা' শীর্ষক একটি নাটক শেষে একথা বলেন উপাচার্য।

গত কয়েক মাস ধরে বেশ কিছু ঘটনায় সংবাদ শিরনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। এমনকি, বিশ্বভারতীকে ঘিরে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্বও চরমে। এছাড়া বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট হচ্ছে, রবীন্দ্র-আদর্শ থেকে সরে যাচ্ছে বিশ্বভারতী। এই সকল একাধিক অভিযোগে সরব হয়েছেন আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনী, শিক্ষা মহলের একটা বড় অংশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোলপুর সফরে এসে প্রকাশ্যে উপাচার্যের বিরুদ্ধে নিন্দার সুর চড়িয়ে ছিলেন। সমালোচনা করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ অনেকে। সেখানে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, রাজনীতি ঢুকে গিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

এবার বিশ্বভারতী যে রবীন্দ্র-আদর্শ-ঐতিহ্য থেকে সরে গিয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিন রতনপল্লীর রামকিঙ্কর মঞ্চে 'ভুল রাস্তা' শীর্ষক নাটক পরিবেশিত হয়। নাটক শেষে শিল্পীদের সাধুবাদ জানাতে বক্তব্য রাখেন উপাচার্য।

সেই সময় তিনি বলেন, "আমি সব সময় বলি, বিশ্বভারতী আমাদের সবার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহ্য দিয়ে গিয়েছেন, তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।" তিনি আরও বলেন, "কিন্তু, আমরা সেই দায়িত্ব পালন করতে পারিনি৷ আমরা ব্যর্থ হয়েছি ঐতিহ্য ধরে রাখতে৷ যে বিশ্বভারতী ছিল সেই বিশ্বভারতীকে আমরা রাখতে পারিনি। এবার ভবিষ্যৎ প্রজন্মের উপর বড় দায়িত্ব।"

এক কথায় এবার খোদ উপাচার্য স্বীকার করে নেন, বিশ্বভারতী (Visva Bharati University) ঐতিহ্য ধরে রাখার ব্যর্থতার কথা। যা এর আগে বার বার বলেছেন শিক্ষাবিদ, প্রাক্তনীরা। দিন কয়েক আগে বোলপুরে মিছিল করেন নাগরিক সমাজ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রক্ষার দাবিতে পথে নামল নাগরিক সমাজ। অংশ নিয়েছিলেন রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মঙ্গলবার তাঁরা শান্তিনিকেতনে মিছিল করেন। 

Advertisement

এদিনের মিছিলে পা মেলালেন কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মিছিলের ডাক দিয়েছিল স্টুডেন্টস এগেইনস্ট ফ্যাসিজম। এদিন সকালে বোলপুর স্টেশন থেকে তাঁদের মিছিল শুরু হয়। জাতীয় পতাকা হাতে মিছিল করেন তাঁরা। আয়োজকদের দাবি, বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষার দাবিতে এই কর্মসূচি নিয়েছেন তাঁরা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement