WBBSE West Bengal Madhyamik 10th Result 2023: মাধ্যমিক ২০২৩-এর রেজাল্ট (Madhyamik 2023 Result) বেরিয়ে গেল। এবারের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। আজ অর্থাত্ শুক্রবার পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭।
মাধ্যমিকের রেজাল্ট দেখতে ও মার্কশিট ডাউনলোড করতে ক্লিক করুন: মাধ্যমিকের রেজাল্ট দেখুন এখানে ক্লিক করে
পর্ষদের ঘোষণার পরে দুপুর ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট লিঙ্কে ক্লিক করে রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইট wbbse.org লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন।
কীভাবে রেজাল্ট দেখা যাবে ও কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন?
প্রথম স্টেপ: bangla.aajtak.in এ ক্লিক করুন।
দ্বিতীয় স্টেপ: হোম পেজে 'বোর্ড রেজাল্ট'-এ ক্লিক করুন।
তৃতীয় স্টেপ: 'WB Madhyamik 10th Result 2023'-তে ক্লিক করুন।
চতুর্থ স্টেপ: রোল নম্বর দিন ও জন্মতারিখ দিন।
পঞ্চম স্টেপ: রেজাল্ট স্ক্রিনে চলে আসবে। ডাউনলোড করে নিতে পারবেন।
ষষ্ঠ স্টেপ: ফলাফলের অনলাইন কপি ডাউনলোড করুন এবং একটি প্রিন্টআউট নিয়ে আপনার সঙ্গে রাখুন।