HS Exam 2023 Accountancy Last Minute Suggestion: ২৩ মার্চে উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) কাউন্টেন্সি পরীক্ষা। কাউন্টেন্সিতে অঙ্কের মতোই ছাঁকা নম্বর তোলা সম্ভব! কাউন্টেন্সিতে অনেকেরই সামান্য ভুল-ত্রুটির জন্য ৭৫-৮০ শতাংশ নম্বর হাতছাড়া হয়ে যায়। তবে যথাযথ অনুশীলন, সঠিক ভাবে খাতা সাজিয়ে প্রশ্নের উত্তর দিতে পারলে কাউন্টেন্সিতে সহজেই ৭৫-৮০ বা তারও বেশি নম্বর তোলা যায়। এমনটাই মত, সরশুনা হাই স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা মুখার্জির। পরীক্ষার আগের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কাউন্টেন্সির কোন কোন অধ্যায়গুলি বিশেষ জোর দেওয়া প্রয়োজন, কোন প্রশ্নের উত্তর কীভাবে, পরীক্ষার্থীদের জানালেন তিনি।
Partnership Business:
i. অংশীদারি চুক্তিপত্র কী?
ii. লাভ ক্ষতি বন্টন হিসাবখাত কাকে বলে? Or, অতিমুনাফা বলতে কী বোঝায়?
iii. নতুন অংশীদার সুনামের সেলামি বাবদ অর্থ আনতে অসমর্থ হলে কী জাবেদা করা হয়?
iv. ত্যাগ অনুপাত কী? Or, কখন memorandum revaluation account প্রস্তুত করা হয়?
v. X,Y,Z are in partnership sharing Profits and losses in the ratio of ½ : ⅓ : ⅙. If Y retired then what will be new Profit sharing ratio? Or, কোনও অংশীদার অবসর গ্রহণের সময় মজুত পণ্যমূল্য বৃদ্ধির জাবেদাটি লেখ।
vi. স্থির মূলধন হিসাবখাত বলতে কী বোঝ?
vii. একজন অংশীদার প্রতি মাসের শুরুতে ৫০০০ টাকা করে উত্তোলন করে,যদি উত্তোলনের সুদের হার ১০% হয়,তাহলে interest on drawings কত হবে? Or, সুনাম কী?
viii. Capitalisation of Super Profit= ? (Give formula)
ix. অংশীদারি আইন অনুযায়ী মৃত অংশীদারির পাওনা অর্থের ওপর কত হারে সুদ প্রদান করা হয়? Or, মৃত অংশীদারির আইনগত উত্তরাধিকারী বলতে কী বোঝ?
x. A,B,C are partners in a firm where C is the new partner,admitted for 1/5th share, C acquires 1/25th share of the firm from A and 4/5th share from B,calculate the new profit sharing ratio.
xi. ত্যাগ অনুপাত কাকে বলে? Or, নতুন অংশীদার আসার সময় কোনো সম্পত্তির মূল্য হ্রাস পেলে তার জন্য দাখিলা কী হবে?
xii. লুক্কায়িত সুনাম কী?
Share Capital:
i. অভ্যন্তরীণ মূলধন কাকে বলে? Or, calls in advance বলতেকী বোঝ?
ii. অতিরিক্ত আদায় কী? Or, যৌথমূলধনী কোম্পানি বলতে কী বোঝ?
iii. অগ্রাধিকার যুক শেয়ার কাকে বলে?
iv. আদায়ীকৃত মূলধন বলতে কী বোঝায়? Or, বাজেয়াপ্ত করা শেয়ার পুণর্বিলি কী?
v. Pro rata Allotment কী?
vi. বিবরণীপত্র কী?
vii. সঞ্চিত মূলধন ও মূলধনী সঞ্চিতির পার্থক্য কী? Or, বিলিকৃত মূলধন কাকে বলে?
Sum:
a) Kurl Ltd issued 20000 equity shares @rs 10 each at a premium of rs 2 per share payable as.
rs 4 on application, rs 5 on allotment (including premium), rs 3 on call
Application money received for 22000 shares. Excess application money adjusted with allotment. One shareholder holding 1000 shares failed to pay the call money and for this reason his shares were forfeited and thereafter reissue 800 shares @rs 8 per share as fully paid up
Journalise the above transaction.
b) ViratLtd. Forfeited 200 shares of rs 100 each fully called up for non payment of Final call of rs 30 per share. These shares are subsequently reissued at rs 80 per share.
Pass necessary Journal entries in the books of Virat ltd. 4
Debenture:
i. বিবরণীপত্র কী?
ii. ডিবেনচার গ্রহীতাদের দুটি অধিকার লেখো।
Sum
1) D LTD purchases a business from A Ltd for rs 18750 payable 30% by cheque and the balance by issue of 10% Debenture of rs 100 each at a discount of 10%., Calculate number of debenture to be issued and show necessary journal.
2) Simple Co Ltd has issued 8000,8% Debentures of rs 100 each at par to be redeemed at a premium of 10% after 10 years as on 1.1.2018 . Interest is payable on 30th June and 31st December each year .
Journalise the above transaction for the year 2018.
Ratio Analysis:
a. একটি মিশ্র অনুপাতের উদাহরণ দাও। Or, অনুপাত বিশ্লেষণের একটি গুরুত্ব লেখো
b. আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি উদ্দেশ্য লেখো। Or, তুলনামূলকউদ্বর্তপত্র কাকে বলে?
c. সচ্ছলতার অনুপাতের একটি উদাহরণ দাও
d. সাধারণ আকার আর্থিক বিবরণী কী? Or, মিশ্র অনুপাত কাকে বলে?
Sum:
1) From the following information compute a) Debtors Turnover Ratio b) Gross Profit Ratio
Total sales rs 900000, Opening Debtors rs 120000, Closing Debtors rs 130000, Sales return rs 100000, Cash Sales rs 250000, Gross Profit rs 180000
2) (a)Current Ratio 2.5:1, Working Capital is rs 90000.Calculate the amount of Current Asset and Current Liabilities.
3) (b) Opening stock rs 32000, Closing stock rs 28000, Sales rs 300000, Gross Profit @25% on Cost. Calculate Stock Turnover Ratio.
Cash Flow Statement:
a. নগদ ও নগদসমতুল্য বলতে কী বোঝ?
b. আর্থিক বিবরণী বিশ্লেষণের ব্যাবহারকারিরা হলেন –
a. ব্যবস্থাপকরা b) শেয়ারহোল্ডাররা c) পাওনাদাররা d) সকলে
Sum:
I. From the following Balance Sheet of XY Ltd as on 31.3.2015 and 31.3.2016. Prepare a Cash Flow Statement
Liabilities2015. 2016. Assets. 2015. 2016
Equity share capital. 400000. 750000. Fixed Assets. 500000. 700000
Perf. Share capital. 60000. 100000. Stock. 210000. 250000
Profit &loss a/c. 170000. 120000. Debtors. 140000. 190000
General Reserve. 70000. 50000. Bank. 50000 60000
10% Debentures. 200000. 180000
________. ________. ________. _______
900000. 1200000 900000. 1200000
Additional information:
During the year Machine costing rs 80000 was sold for rs 50000
Dividend paid rs 80000.
II. From the following Balance Sheet of Sona Ltd as on 31.3.2020 and 31.3.2021 prepare a Cash Flow Statement
Particulars note no31.3.202031.3.2021
1.EQUITIES AND LIABILTIES
A. Shareholders Fund:
a) Share Capital 128000 106000
b) Resreve& Surplus 1 18200 15200
B. Current Liabilities:
a) Bank overdraft 12000 14000
b) Trade payable 25000 20000
c) Short term provision 2 100008000
Total 193200163200
2.ASSETS
A. Non Current Assets:
a)Tangible Fixed Assets- Machinery 114000 107000
b)Intangible Fixed Assets-Goodwill 15000 18000
B. Current Asset:
a) Trade Receivables 24000 10000
b) Inventories 21000 25000
c) Cash & cash equivalents 192003200
Total 193200163200
Notes to Accounts
Particulars
1. Reserve & Surplus:
General Reserve 11000 9000
Balance of P&l72006200
1820015200
2. Short term provision:
Provision for Tax 4400 3000
Proposed Dividend 56005000
100008000
উল্লেখিত প্রশ্নোগুলির যথাযথ অনুশীলনে কাউন্টেন্সিতে ভাল নম্বর সহজেই তোলা সম্বব। সংজ্ঞা, গোল্ডেন রুল মাথায় রেখে নির্ভুলভাবে লিখলে কাউন্টেন্সিতে লেটার পাওয়া সম্ভব। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রইল শুভাশীষ।