Advertisement

Joint Entrance Exam 2024: রবিবার জয়েন্ট, পরীক্ষার্থীদের জন্য একাধিক সুবিধা, বাড়তি ট্রেন ও মেট্রো ঠিক কখন? একনজরে সব তথ্য

WBJEE 2024: রবিবার এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Exam)। তীব্র গরমের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন এবং মেট্রো পরিষেবা রাখা হয়েছে। 

রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2024,
  • अपडेटेड 11:34 AM IST
  • রবিবার এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।
  • তীব্র গরমের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

WBJEE 2024: রবিবার এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Exam)। তীব্র গরমের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন এবং মেট্রো পরিষেবা রাখা হয়েছে। 

কখন পরীক্ষা শুরু? 

রবিবার সকাল ১১টা থেকে শুরু হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Exam)। প্রথম পত্র অর্থাৎ গণিতের পরীক্ষা শুরু হবে এই সময়। চলবে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা, অর্থাৎ পদার্থবিদ্যা এবং রসা.নের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। চলবে বিকেল ৪টে পর্যন্ত। 

পরীক্ষাকেন্দ্রে কখন যেতে হবে? 

সকাল ৯টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টার মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রের মধ্যে যেতে হবে। এ বছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩০৬। পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর যন্ত্র। 

পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন
 পূর্ব রেল সূত্রে খবর, WBJEE পরীক্ষার জন্য রবিবার হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে অতিরিক্ত ৬ জোড়া ট্রেন চালানো হবে। 

থাকছে বাড়তি মেট্রোও
 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য রবিবার বাড়তি মেট্রোও চালানো হবে। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, রবিবার ৫ জোড়া বাড়তি মেট্রো চলবে। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। 

গরমে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

Joint Entrance বোর্ডের তরফে জানানো হয়েছে, গরমের কারণে পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয়, সে কারণে ওআরএস রাখা হবে। পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে। লোডশেডিং  হলে সব কেন্দ্রে থাকবে জেনারেটর। 
 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement