Advertisement

WBCHSE HS Result 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট Download করুন, ডাইরেক্ট Link @wbresults.nic

West Bengal Higher Secondary Result 2025: ৭ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। অনলাইনে wbresults.nic.in এবং wbchse.wb.gov.in থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হল।

HS Result 2025-এর সরাসরি লিঙ্ক পাবেন এই প্রতিবেদনে।HS Result 2025-এর সরাসরি লিঙ্ক পাবেন এই প্রতিবেদনে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2025,
  • अपडेटेड 12:52 PM IST
  • ৭ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
  • অনলাইনে wbresults.nic.in এবং wbchse.wb.gov.in থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।
  • ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হল।

West Bengal Higher Secondary Result 2025:  ৭ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। অনলাইনে wbresults.nic.in এবং wbchse.wb.gov.in থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। এইদিন বেলা সাড়ে ১২টা থেকেই ছাত্রছাত্রীরা অনলাইনে নিজের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হল।

WB HS Result 2025 কোথায় দেখবেন?

WBCHSE জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই দু'টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাবে—

এছাড়াও bangla.aajtak.in-এও সরাসরি HS Result 2025 Direct Link থাকবে।

WBCHSE Result 2025 কখন প্রকাশিত হবে?

দুপুর ২টো থেকে রেজাল্ট অনলাইনে দেখা যাবে। 

West Bengal Higher Secondary Result 2025 কীভাবে দেখবেন?

নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  1. wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এ যান

  • 'Higher Secondary Result 2025' লিঙ্কে ক্লিক করুন

  • নিজের রোল নম্বর ও জন্মতারিখ লিখুন

  • 'Submit' করলেই স্ক্রিনে রেজাল্ট চলে আসবে

  • PDF ফর্মে ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন

  • Online HS Marksheet 2025 

    মনে রাখবেন, অনলাইনে যে মার্কশিট Download করা যাবে, তা শুধুমাত্র প্রোভিশনাল কপি। কলেজে ভর্তি বা সরকারি কাজে অরিজিনাল মার্কশিট বাধ্যতামূলক।

    ছাত্রছাত্রীদের নিজের স্কুল থেকে WBCHSE Result 2025-এর মূল মার্কশিট সংগ্রহ করতে হবে।

    ছাত্রছাত্রীরা অবশ্যই মনে রাখবেন:

    রেজাল্ট প্রকাশের সময় সরকারি ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকতে পারে। এর ফলে পেজ লোড হতে সময় লাগাটাই স্বাভাবিক। ধৈর্য্য ধরে বারবার চেষ্টা করুন। স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিন। তবে অরিজিনাল মার্কশিট স্কুল থেকে সংগ্রহ করতে ভুলবেন না।

    এই প্রতিবেদনের তথ্যগুলো অনুসরণ করে খুব সহজেই West Bengal HS Result 2025 দেখে নিতে পারবেন। সমস্ত আপডেট পেতে নজর রাখুন wbresults.nic.inbangla.aajtak.in-এ।

    Advertisement
    Read more!
    Advertisement
    Advertisement