শনিবার, ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 202)। এই প্রথম পরীক্ষা নেওয়া হবে হোম ভেন্যুতে। মানে পরীক্ষার্থীরা তাদের স্কুলে পরীক্ষা দেবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার প্রস্তুতির ব্য়াপারে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি জানান, হোম ভেন্যুতে প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিক (এইচএস) পরীক্ষা হতে চলেছে। নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএস পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১.১৫টা পর্যন্ত। দুপুর ২টো থেকে বিকেল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।