মহাকাশ অভিযানে এবার নাসা ও ইসরো একসঙ্গে কাজ করবে। মানে মহাকাশে ইসরোর সঙ্গে এবার যৌথ অভিযান চালাবে নাসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাইডেনের সাক্ষাতের পরই এমন চুক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে 2024-এই নাসা এবং ইসরোর যৌথ মহাকাশ অভিযানের প্রধান উদ্দেশ্য কি জানেন? দীর্ঘদিন ধরেই মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো। গগনযান অভিযানের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। মহাকাশে একটি নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে মানুষ পাঠানোর বিষয়ে ইসরোকে সাহায্য করবে নাসা। দুই মহাকাশ গবেষণা কেন্দ্র কীভাবে একে অন্যের সহায়তা করতে পারে, সেই বিষয়ে একটি কাঠামো তৈরি করা হবে। আর পরের বছরই, অর্থাৎ 2024 সালে নাসা এবং ইসরো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি যৌথ অভিযান করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করবেন ভারতীয় নভোশ্চররা। পরবর্তী ক্ষেত্রে এই পারস্পরিক সহযোগিতার মাত্রা আরও বাড়তে পারে।