বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৬৯৩। ফল দেখে তাঁর প্রতিক্রিয়া,'১ থেকে ১০-র মধ্যে থাকব ভেবেছিলাম। এতটা আশা করিনি।' সে আরও বলে ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে।