দুদিনের অসম (Assam) সফর চলাকালিন চা বাগান থেকে পাতা তুললেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদড়া (Priyanka Gandhi Vadra)। (ছবি সূত্র- ট্যুইটার)
মঙ্গলবার অসমের সাদারু চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। আর শুধু কথা বলাই নয়, একটি ঝুড়ি নিয়ে একদম চা শ্রমিকদের মতো পাতা তোলা শুরু করেন তিনি। (ছবি-এএনআই)
চা শ্রমিমদের অভাব অভিযোগ ও দাবি দাওয়া নিয়েও কথা বলেন কংগ্রেস নেত্রী। (ছবি-ট্যুইটার)
পরে ট্যুইটে প্রিয়াঙ্কা জানান, চা শ্রমিকদের থেকে যে ভালবাসা ও আতিথেয়তা পেয়েছেন তা ভোলার নয়। সোমবার থেকেই অসমে রয়েছেন প্রিয়াঙ্কা। (ছবি-ট্যুইটার)
অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদড়া। (ছবি-এএনআই)
এরপর শ্রী মাধবদেবের জন্মস্থান ঘুরে দেখেন প্রিয়াঙ্কা। শ্রদ্ধা জানান শহীদ স্বাধীনতা সংগ্রামী কনকলতা বড়ুয়ার মূর্তিতে। (ছবি-এএনআই)
প্রসঙ্গত চলতি মাসের ২৭ তারিখ ভোট শুরু হচ্ছে অসমে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্যে ভোট হবে মোট ৩ দফায়। ফলাফল আগামী ২ মে। (ছবি-ট্যুইটার)