Advertisement

Assam Election Result 2021: আবারও গেরুয়া অসমের আকাশ

আজ অসম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ১২৬ আসন (Assam) বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন হয়েছে মোট ৩ দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল ছিল ভোটগ্রহণ। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা দেখা গিয়েছে এবারে অসমে ফের সরকার গঠন করতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এবার দেখার শেষ পর্যন্ত কাকে বেছে নেন অসমবাসী।  

হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনওয়াল, গৌরব গগৈ (বামদিক থেকে)
Aajtak Bangla
  • অসম,
  • 02 May 2021,
  • अपडेटेड 5:24 PM IST
  • আজ অসম বিধানসভা নির্বাচনের ফলাফল
  • বুথ ফেরত সমীক্ষা বলছে ফের সরকার গড়তে পারে বিজেপি
  • নির্বাচনী ফলাফলের সমস্ত খবর এক ক্লিকে
  • বিকেল ৫টা ২০ মিনিট- অসমে বিজেপি জোট ৭৬টি, কংগ্রেস জোট ৪৮টি এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে। 
  • ১১টা ৩৩ মিনিট- বিজেপি জোট ৮৫টি, কংগ্রেস জোট ৪০ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
  • ১০টা ৩৪ মিনিট- অসমে বিজেপি জোট ৭৭ আসনে, কংগ্রেস জোট ৩৬ আসনে এবং অন্যান্যরা ২টি আসেন এগিয়ে।  
  • 9:54 AM- অসমে বিজেপি জোট ৬৯টি আসনে, কংগ্রেস জোট ৩৮ আসনে, অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।
  • 9:29 AM- অসমে বিজেপি ৩৯, বিজেপি ২৭ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
  • 9:19 AM- অসমে ২৩টি আসনে বিজেপি জোট, ১১টি আসনে কংগ্রেস জোট এবং ৪টি আসনে অন্যান্যরা এগিয়ে।
  • 9:13 AM- অসমে বিজেপি ১৯, বিজেপি ৬, অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
  • 9:00 AM- অসমে প্রথম ঘণ্টায় ১২ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৫ আসনে এগিয়ে, অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
  • 8:50AM- অসমে বিজেপি ১২ আসনেে, কংগ্রেস ৫টি আসনে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
  • অসমে বিজেপি ১০টি আসেন এগিয়ে, কংগ্রেস ৬টি আসনে এগিয়ে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
  • অসমে বিজেপি জোট ৪টি আসেন এগিয়ে, কংগ্রেস জোট ৩টি আসনে এগিয়ে।

অসমে কড়া টক্কর

  • অসমে শুরু গণনা। প্রাথমিক ট্রেন্ডে কড়া টক্কর কংগ্রেস ও বিজেপির মধ্যে।

গণনার চূড়ান্ত প্রস্তুতি

  • অসমে ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। কর্মীরা পৌঁছে গিয়েছেন গণনা কেন্দ্রে। প্রায় সর্বত্রই মেনে চলা হচ্ছে কোভিড বিধি। শরীরের তাপমাত্রা মেপে তবেই  ঢুকতে দেওয়া হচ্ছে গণনা কেন্দ্রে। 

অসমে আজ গণনা

  • গণনাকেন্দ্র
  • গণনাকেন্দ্র

আজ অসম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ১২৬ আসন (Assam) বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন হয়েছে মোট ৩ দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল ছিল ভোটগ্রহণ। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা দেখা গিয়েছে এবারে অসমে ফের সরকার গঠন করতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এবার দেখার শেষ পর্যন্ত কাকে বেছে নেন অসমবাসী।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement