সোমবার দেশ জুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। দেশের ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ।বাংলায় সাতটি কেন্দ্র বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগেও ভোট হচ্ছে। সেইসঙ্গে আসছে বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর। চলুন দেখে নেওয়া যাক এদিন কোথায় কোথায় ভোট ঘিরে ঝামেলা হয়েছে-
হুগলিতে মহিলার শ্লীলতাহানির অভিযোগ
জাঙ্গিপাড়ায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তকে বেঁধে রেখে গ্রামবাসীরা ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, রবিবার রাতে স্থানীয় এক হাইস্কুলে ভোটের ডিউটিতে ছিলেন ওই জওয়ান। সেখানেই গ্রামের এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন। চিৎকার চেঁচামেচি শুরু করেন অভিযোগকারী। এরপরই আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে ফেলেন গ্রামের লোকেরা। ব্য়াপক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ওই জওয়ানের সঙ্গে আরও তিনজন আইটিবিপি জওয়ান ছিলেন, তাঁদেরও সরানো হয় বলে জাঙ্গিপাড়া থানার পুলিশ জানিয়েছে।
আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ লকেটের
আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোমবার পঞ্চম দফার ভোটে সকাল থেকেই ময়দানে নামেন লকেট। সেখানেই তিনি অভিযোগ তোলেন, “রবিবার আইপ্যাকের জনা ২০ ছেলে ঢুকেছে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তবে ওদের হাতে কিছুই নেই।" রণংদেহী সুরে হুঁশিয়ারি দিয়ে লকেটের সাফ কথা, বিজেপির পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে সেভাবেই পালটা 'জবাব' দেওয়া হবে। প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভোট ময়দানে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করলেন অর্জুন সিং
আমডাঙায় ৩টি বুথে এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। 'পার্থ ভৌমিক খেলা বন্ধ করুন', ভোটের দিন সকালে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। অন্যদিকে জগদ্দলের সরস্বতী বালিকা বিদ্যালয়ের ১৪৪ নম্বর বুথে সকাল ৭টার পরেও ভোট শুরু হয়নি। কেন দেরি, এই নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং।
হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটের আগের রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভার আমডাঙার বইছগাছিয়া ১২০ ও ১২১ নম্বর বুথের ঘটনা। পরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন।
ভোটারদের কোপ মারার অভিযোগ
স্বরূপনগর বিধানসভার নবাবকাটি মোড়ল পাড়া এলাকায় ভোটারদের কোপ মারার অভিযোগ উঠল। বিজেপি সমর্থিত ভোটারদের উপর হামলার অভিযোগ। বনগাঁ বিজেপি জেলার সভাপতি দেবদাস মণ্ডলের অভিযোগ, বাংলাদেশ থেকে ক্রিমিনাল নিয়ে এসে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও একাধিক ওয়ার্ডে ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা ঢুকে দাঁড়িয়ে রয়েছেন বলেও অভিযোগ বিজেপির।
প্রিসাইডিং অফিসারকে 'চড়'হাওড়ায়
লিলুয়ার ভারতীয় স্কুল ১৭৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ। প্রিসাইডিং অফিসারের বক্তব্য, তাঁকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আসলে তাঁর সামনেই প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান।
শান্তনুকে ঘিরে বিক্ষোভ স্বরূপনগরে
সোমবার পঞ্চম দফায় ভোট বনগাঁয়। তার আগের রাতে স্বরূপনগরের চিতুড়ি সীমান্ত এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বনগাঁর বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন ভোটারদের ভয় দেখাচ্ছে বলে খবর পেয়ে খোঁজখবর নিতে এসেছিলেন শান্তনু। তখনই তাঁর গাড়ি ধরে বিক্ষোভ দেখায় দুষ্কৃতীরা।
রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের রাজহাটি এলাকায়। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত উভয়পক্ষের ১২ জন। আহত বিজেপির রাজহাটি ১ পঞ্চায়েতের উপপ্রধান। আহতদের খানাকুল ও আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা এলাকায়। অভিযোগ একে অপরের দিকে। বিজেপির অভিযোগ রাতে তৃণমূলের দল এলাকায় সন্ত্রাস করতে বাইক নিয়ে দাপাদাপি করে। সেই সময় বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। মারধর করা হয়। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের কর্মীদের উপর চড়াও হয়েছে বিজেপির লোকজন।
আরামবাগ ইভিএম বিকল
পুরশুরার হরিহর এলাকার ১৯৯ নং বুথে বিকল হয়ে পড়ল ইভিএম মেশিন। তার জেরে প্রায় এক ঘন্টার বেশি ভোট গ্রহণ হয়নি। স্থানীয় ভোটারদের দাবি,সকাল থেকে ভোট শুরু হওয়ার পর থেকে এনিয়ে দুইবার ইভিএম মেশিনের সমস্যা দেখা দেয়। প্রথমে মক পোলের সময় বিকল হয়ে যায়। পরে আবার ঠিক করা হলেও খারাপ হয়ে যায় বলে দাবি।
পঞ্চম দফা ভোটের আগেই রক্তারক্তি
ভোটের আগের রাতে তিন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। তাদের উদ্ধার করে রাতেই আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। প্রত্যেকের বাড়ি আরামবাগের মলয়পুর পঞ্চায়েতের বালিয়া এলাকায়।