মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হচ্ছেন মর্তুজা হোসেন। বুধবার নিজেই সে কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখনও বাংলায় কোনও আসনে কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কবে বাংলার জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসবে? অধীর বললেন,'সব প্রার্থীদের বলে দেওয়া হয়েছে। শীঘ্রই তালিকা প্রকাশ করবে এআইসিসি'।
লালগোলার সাতবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের নাতি মুর্তজা হোসেন। এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,'মর্তুজা হোসেনকে প্রার্থী করা হয়েছে। তিনি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আবদুস সাত্তারের তাঁর নাতি। অত্যন্ত সজ্জন, ভদ্রলোক। আমাদের জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ। আমরা তাঁকে যোগ্য প্রার্থী বলে মনে করেছি'।
এ দিন বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে যান কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মর্তুজা হোসেন । তিনি বলেন,'প্রার্থী করায় দলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচারে আব্দুস সাত্তার সাহেবের কাজের খতিয়ান তুলে ধরব'।
সিপিএমের সঙ্গে জোট
সিপিএমের সঙ্গে জোট হচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন অধীর চৌধুরী। তাঁর দাবি, সিপিএমের সঙ্গে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। বলে রাখি, ইতিমধ্যেই ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বাম নেতৃত্ব। শরিকদলগুলির পুরনো আসন তাদের ছাড়া হয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটে বাধা হয়ে দাঁড়িয়েছে বাম শরিকদের জেদও। তারা কেউই নিজেদের আসন ছাড়তে চায়নি। যা নিয়ে এ দিন উষ্মা গোপন করলেন না অধীর। তাঁর কথায়,'আমরা আলিপুরদুয়ার চেয়েছিলাম বামেদের কাছে। ওরা দেবে বলেছিল প্রথমে। তার পর শুনলাম আরএসপি বলে কোন পার্টি আছে তাদের দিয়ে দিয়েছে'। সেই সঙ্গে অধীরের দাবি, প্রার্থী তালিকা তৈরি। এআইসিসি ঘোষণা করলেই হবে। যাঁরা যাঁরা প্রার্থী হবেন, তাঁরা জেনে গিয়েছেন। তাঁরা দেওয়াল লিখতেও শুরু করে দিয়েছেন।
গার্ডেনরিচে বহুতল ভাঙা নিয়ে প্রতিক্রিয়া
অধীর বলেন,'প্রোমোটাররাজ, মাফিয়ারাজ, জমি মাফিয়ারাজ গ্রাস করেছে সারা বাংলাকে। তার পরিণাম রমজান মাসে কলকাতায় মৃত্যুমিছিল! এদের যে মন্ত্রী তঁকে গ্রেফতার করা উচিত কারণ এটা খুন। তাঁকে পদত্যাগ করা উচিত। তৃণমূল পরিচালিত পুরসভার অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, এ বলছে দেখিনি, ও বলছে দেখিনি, কেউ কিছু শোনেনি, তাহলে কি চলছে রাজ্যে?এই প্রোমোটাররাজের ঘটনা শুধু একটা নয়, কোথাও আগুন লাগছে, কোথাও ভেঙে পড়ছে। এরকম প্রোমোটাররাজের উদাহরণ কালকেও আমি দিয়েছি। গোটা কলকাতাজুড়ে এইভাবে কত বাড়ি ভাঙবে আর কত মৃত্যু হবে আমাদের জানা নেই!'