লোকসভা ভোট এখনও শুরু হয়নি। তার আগেই ভোটের ফল ঘোষণা করে হইচই ফেলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদ কেন্দ্রে জিতবেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহম্মদ সেলিম , মঙ্গলবার এমনটাই দাবি করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল এবং বিজেপি।
কী বলেছেন অধীর?
মঙ্গলবার বহরমপুরে অধীর বলেন, 'মহম্মদ সেলিম জিতে বসে আছেন। জিতবেন।' লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট ৭ মে। সেদিন ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদে। অর্থাৎ এখনও ১ মাসেরও বেশি সময় বাকি। তার আগেই ওই কেন্দ্রে সেলিম জিতবেন বলে ঘোষণা করে দিলেন অধীর। যা ঘিরে সরগরম ভোটের রাজনীতি।
অধীরের মন্তব্যে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'অধীর চৌধুরী জানেন যে সেলিম হেরে বসে ঈছেন। তাই ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করছেন। এতে কাজ হবে না।' অধীরের ভবিষ্যদ্বাণী নিয়ে সরব হয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। তিনি বলেছেন, 'নিজে জিতবেন কি না ঠিক নেই, উনি এখন সেলিমের ওকালতি করতে নেমেছেন।'
বহরমপুর অধীরের গড় হিসাবেই পরিচিত। সেই অধীরের কেন্দ্রে তৃণমূল এবার প্রার্থী করেছে ক্রিকেট দুনিয়ার একদা ব্যাটার ইউসুফ পাঠানকে। যা নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ দানা বেঁধেছিল। ক্ষোভ প্রকাশ করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি ছিল, দুর্বল প্রার্থী দিয়ে আসলে অধীরকেই জেতার সুযোগ করে দিল তৃণমূল। নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোরও হুমকি দিয়েছিলেন তিনি। যদিও পরে তিনি সুর বদলেছেন। পরে ইউসুফের পাশেই দেখা গিয়েছে হুমায়ুনকে। অধীরের কেন্দ্রে ইউসুফ 'বহিরাগত' প্রার্থী বলে সরব হয়েছিলেন হুমায়ুন। 'বহিরাগত' শব্দটি উল্লেখ করেছে রাজ্যের বিরোধী শিবিরও। এই প্রেক্ষাপটে মুখ খুলে ইউসুফ বার্তা দেন যে, তিনি বহিরাগত নন।