Advertisement

Amit Shah-Suvendu Adhikary: 'যত অত্যাচার করবেন, BJP শুভেন্দুকে তত বড় মানুষ বানাবে,' কোলাঘাট-প্রসঙ্গ তুলে বার্তা শাহের

Amit Shah Suvendu Adhikary: মঙ্গলবার বিকেলে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি চালায় মেদিনীপুর থানার পুলিশ। ঘটনাটিকে তাঁকে 'ফাঁসানো'র চক্রান্ত উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। আর তারপরেই বুধবার বাংলায় এসে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন অমিত শাহ। 

ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় শুভেন্দুর পাশে অমিত শাহ।
Aajtak Bangla
  • কাঁথি,
  • 22 May 2024,
  • अपडेटेड 12:53 PM IST
  • মঙ্গলবার বিকেলে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি চালায় মেদিনীপুর থানার পুলিশ।
  • ঘটনাটিকে তাঁকে 'ফাঁসানো'র চক্রান্ত উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু।
  • তারপরেই বুধবার বাংলায় এসে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন অমিত শাহ। 

Amit Shah Suvendu Adhikary: মঙ্গলবার বিকেলে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি চালায় মেদিনীপুর থানার পুলিশ। ঘটনাটিকে তাঁকে 'ফাঁসানো'র চক্রান্ত উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। আর তারপরেই বুধবার বাংলায় এসে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন অমিত শাহ। 

বুধবার কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ থেকে অমিত শাহ জানান, গতকাল বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই তাঁর কাছে একটি SMS এসে পৌঁছায়। তার মাধ্যমেই জানতে পারেন যে 'শুভেন্দুদা'র বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

এরপরেই সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেন, 'আরে মমতাদিদি, আমরা বিজেপির লোক। আপনার পুলিশকে ভয় পাই না।'

তৃণমূল নেতাদের বাড়ি থেকে কেন্দ্রীয় সংস্থার টাকা উদ্ধারের প্রসঙ্গ উল্লেখ করেন অমিত শাহ। তিনি বলেন, 'আপনার মন্ত্রীদের ওখানে তল্লাশি অভিযান হয়েছিল, ৫১ কোটি টাকা পাওয়া গিয়েছিল। আর শুভেন্দুর বাড়িতে রেড হল, একটা চার আনাও পাওয়া যায়নি।'

এরপর ফের মুখ্যমন্ত্রীর উদ্দেশে সরাসরি বলেন, 'আমরা ভয় পাই না। মমতাদিদি, পুলিশের অপব্যবহার বন্ধ করে দিন। নয় তো বাংলার জনতা, যে দুই-চারটি সিট দিতেন, সেটাও হাতছাড়া হয়ে যাবে।'

এরপর শুভেন্দু অধিকারীর সমর্থনে অমিত শাহ বলেন, 'এটা শুভেন্দুর এলাকা। আমি আপনাদের এটা বলে যাচ্ছি, মমতা শুভেন্দুর উপর যত অত্যাচার করবেন, ভারতীয় জনতা পার্টি শুভেন্দুকে ততটাই বড় মানুষ বানাবে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement