রাজ্য সরকারের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' বন্ধ করে দেবে বিজেপি! গত কয়েক দিনে লোকসভা ভোটের প্রচারে এই নিয়ে বার বার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে এবার সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীর হয়ে সভায় এই নিয়ে বললেন, 'মমতাদি বলছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি বলে যাচ্ছি, বিজেপি কোনও প্রকল্পই বন্ধ করবে না।' এরপরই রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্প নিয়ে বিশেষ বার্তাও দিলেন মোদীর 'সেনাপতি'।
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে শাহ এ-ও বলেছেন, 'আমরা ১০০ টাকা বেশি করে দেব দিদিদের।' এই প্রকল্প বন্ধ হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী 'মিথ্যা কথা বলছেন' বলেও মন্তব্য করেছেন শাহ।
বস্তুত, রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল 'লক্ষ্মীর ভাণ্ডার'। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এই প্রকল্পের দৌলতে ভোটব্যাঙ্কে সাফল্যের মুখ দেখেছে জোড়াফুল শিবির। এই মুহূর্তে এই প্রকল্পে ১ হাজার টাকা করে পান মহিলারা।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল কোচবিহারের এক সভা থেকে বিজেপির এক মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, 'আগামী ৩ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।'রায়গঞ্জের সভায় মমতা বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক। সাহস কতো দেখি!'
অন্য দিকে, শাহ এদিন বলেন, 'চার দফার ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭০ আসনে জিততে চলেছেন। এবার লক্ষ্য ৪০০ পার।' এবার লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে। ৪০০ পার করবে পদ্মশিবির, একথা ইতিমধ্যেই বলেছেন মোদী-শাহরা। এই নিয়ে বনগাঁর সভায় মমতা বলেছেন, 'দুশোও পার হবে না, ৪০০ হবে কী করে!' এরপরেই মমতার ভবিষ্যদ্বাণী, 'মোদী আসছে না। ১৯০-১৯৫টি আসন পাবে বিজেপি। এখনও পর্যন্ত যা হিসেব করা হয়েছে, তাতে ইন্ডিয়া জোট ৩১৫টি আসন পাবে।'
মমতাকে নিশানা করে শাহ বলেছেন, 'অনুপ্রবেশকারীদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মমতাদি।অনুপ্রবেশকারীরা মমতার ভোটব্যাঙ্ক। তাই সিএএ-র বিরোধিতা করছেন। আমরা অনুপ্রবেশকারীদের খুঁজে বার করব।'