Advertisement

PM Modi in Bengal: 'ঝোলা কাঁধে ঘর ছেড়েছিলাম, পকেটে কখনও পয়সা থাকত না,' পরিবার ইস্যুতে যে ভাবে বিরোধীদের বিঁধলেন মোদী

Modi Ka Pariwar: বস্তুত, পরিবার-বাদ ইস্যুতে বারবার বিরোধীদের আক্রমণ করেন মোদী। প্রধানমন্ত্রী এই বিষয়ে কটাক্ষ করতে গিয়ে সম্প্রতি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব বলেন, 'মোদী বার বার দাবি করেন বিরোধীরা পরিবারের জন্য লড়ছেন। আমি বলতে চাই আপনার (নরেন্দ্র মোদী) তো পরিবারই নেই।'  বারসত INDIA জোটকে 'ইন্ডি জোট' বলে কটাক্ষ করে সেই পরিবার ইস্যুকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi
Aajtak Bangla
  • বারাসত,
  • 06 Mar 2024,
  • अपडेटेड 2:21 PM IST
  • INDIA জোটকে নিশানা প্রধানমন্ত্রীর
  • 'আমার পরিবারের ব্যাপারে জিগ্গেস করতে শুরু করেছে'
  • 'অনেক ছোটবেলায় ঘর ছেড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম'

বিরোধী জোট INDIA জোটের অন্যতম শরিক আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের 'মোদীর পরিবার' মন্তব্যকে বাংলাতে এসেও হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পরিবার ইস্যুতেই বিরোধী জোটকে বিঁধলেন মোদী। বললেন, 'দেশের প্রতিটি মানুষ বলছে, আমি মোদীর পরিবার। বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার।' তাঁর দাবি, ছেলেবেলাতেই ঝোলা নিয়ে ঘর ছেড়েছিলে। তারপর থেকে গোটা দেশের মানুষই তাঁর পরিবার।

'আমার পরিবারের ব্যাপারে জিগ্গেস করতে শুরু করেছে'

বস্তুত, পরিবার-বাদ ইস্যুতে বারবার বিরোধীদের আক্রমণ করেন মোদী। প্রধানমন্ত্রী এই বিষয়ে কটাক্ষ করতে গিয়ে সম্প্রতি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব বলেন, 'মোদী বার বার দাবি করেন বিরোধীরা পরিবারের জন্য লড়ছেন। আমি বলতে চাই আপনার (নরেন্দ্র মোদী) তো পরিবারই নেই।'  বারসত INDIA জোটকে 'ইন্ডি জোট' বলে কটাক্ষ করে সেই পরিবার ইস্যুকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'ইন্ডি জোট পুরো শক্তি দিয়ে এখন মোদীকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। ইন্ডি জোটের লোক আজকাল আমার পরিবারের ব্যাপারে জিগ্গেস করতে শুরু করেছে। মোদীর পরিবার নেই। তাই আমি পরিবারবাদের বিরুদ্ধে কথা বলছি। এরা জানতে চায়, কোথায় আমার পরিবার? ওরা জানতে চায়, মোদীর পরিবার কোথায়, এই ঘোর পরিবারবাদীরা এখানে এসে দেখুন, আমার দেশের বোনেরা, দেশের কোণা কোণা থেকে এই অনুষ্ঠানে যুক্ত। এটাই তো মোদীর পরিবার। বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার। মোদীর শরীর ও জীবনের প্রতিটি মুহূর্ত, এই পরিবারের জন্য, দেশের মাতৃশক্তির জন্য সমর্পিত। যখন মোদীর কোনও কষ্ট হয়, তখন এই মা, বোন, মেয়েরাই কবচ হয়ে মোদীর রক্ষা করতে দাঁড়িয়ে পড়েন। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়। আজ দেশের প্রতিটি মানুষ বলছে, আমি মোদীর পরিবার। আমি মোদীর পরিবার।'

Advertisement

'অনেক ছোটবেলায় ঘর ছেড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম'

ছোটবেলায় ঝোলা হাতে ঘর ছেড়েছিলেন, এই দাবি ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। পরিবার-ইস্যুতে বিরোধীদের আক্রমণ করতে গিয়েও সেই প্রসঙ্গই টানলেন তিনি। বললেন, 'কিছু লোকের মনে হতে পারে, কোনও রাজনেতা আমায় গালি দিল, তাই আমি সবাইকে আমার পরিবার বলছি। আমি অনেক ছোটবেলায় ঘর ছেড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পরিব্রাজকের মতো দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খুঁজছিলাম। আমার পকেটে কখনও এক পয়সাও থাকতো না। ভাষা জানতাম না। কাঁধে ছিল ঝোলা আর দেখতাম, কোনও কোনও পরিবার, মা, বাবা, বোন, কী জানি কী কারণে আমায় জিগ্গেস করত, ভাই, কিছু খেয়েছো? আমি দেশবাসীকে বলছি, বছরের পর বছর কাঁধে ঝোলা নিয়ে ঘুরেছি। কিন্তু একদিনও ক্ষুধার্থ থাকতে হয়নি। প্রতিদিনই কেউ না কেউ খাওয়াতো। তাই গর্বের সঙ্গে বলতে পারি, এই ১৪০ কোটি দেশবাসী আমার পরিবার। ওই সময়, দেশের গরিব পরিবার, যেখানে গেছি, ওখানে, আমার চিন্তা করেছে। তাই, আজ গরিবের জন্য, মা, বোনেদের জন্য, মন প্রাণ দিয়ে কিছু করার জন্য লেগে রয়েছি। কারণ, আমি গোটা দেশের সেই পরিবারকে অনুভব করেছিলাম। তাই আজ সেই ঋণ চোকাচ্ছি। আপনাদের ঋণ চোকাচ্ছি। দেশের কোটি কোটি মা বোনেরে ঋণ চোকাচ্ছি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement