Advertisement

Saumitra Vs Sujata: 'পিঠ খুলে রাখা আছে, আসুন', প্রাক্তন স্বামী সৌমিত্রকে কেন এ কথা বললেন সুজাতা?

শুক্রবার ভোটপ্রচারে সুজাতাকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, কিছু দিনের মধ্যেই বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী সুজাতার ঝামেলা শুরু হবে।

সৌমিত্র খাঁ, সুজাতা মণ্ডল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2024,
  • अपडेटेड 12:41 PM IST
  • শুক্রবার ভোটপ্রচারে সুজাতাকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ।
  • প্রতিক্রিয়া দিয়েছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী।

সৌমিত্র খাঁ  বনাম সুজাতা মণ্ডল। তৃণমূলের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী। তার পাল্টা সুজাতা বললেন,'উনি বরাবরই হিংস্র প্রকৃতির। হারা নিশ্চিত বুঝে এখন পাগলের প্রলাপ বকছেন'।

শুক্রবার ভোটপ্রচারে সুজাতাকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, কিছু দিনের মধ্যেই বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী সুজাতার ঝামেলা শুরু হবে। বিজেপি প্রার্থী বলেন,'এখানে যিনি প্রার্থী হয়েছেন কিছু দিন পর দেখা যাবে অলোকবাবুর মুখে পা দিয়ে নৃত্য করবেন'। এরপরই তিনি হুঁশিয়ারি দেন,'৪ তারিখের পর কে কোথায় থাকবে, না-থাকবে দেখা যাবে। বিষ্ণুপুর লোকসভায় দাদাগিরি চলবে না। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল যদি দাদাগিরি করতে যায় চামড়াটা তুলে নেব। সেই ক্ষমতা রাখি'।

সৌমিত্রর এহেন হুঁশিয়ারির পর bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া দিয়েছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী। তিনি বলেন,'আগের বছর ওঁর মুখে এত কথা শোনা যেত না। উনি হারার ভয় পাচ্ছেন। এবার হাত-পা কেটে দেবেন, মেরে দেবেন, চামড়া গুটিয়ে দেবেন, উনি বুঝতে পেরেছেন ৪ জুলাই ওঁর হার সময়ের অপেক্ষা। হতাশাগ্রস্ত অবস্থায় পাগলের প্রলাপ বকছেন'। তিনি যোগ করেন,'এই সব হুমকি-ধমকি বিজেপির মুখেই মানায়। আসুন আমাদের নেতারা পিঠ খুলেই বসে আছেন'।

প্রাক্তনের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের কথাও মনে করিয়ে দিয়েছেন সুজাতা। তাঁর কথায়, 
'ওঁর সঙ্গে সংসার করেছি আমি। প্রচণ্ড রেগে যেতেন। পাগলের মতো চিৎকার করতেন। প্রচণ্ড অসভ্য। উনি বরাবরই হিংস্র প্রকৃতির। ওঁর মানসিকতা ৩ বছর সহ্য করেছি। মৃত্যুবরণ করতে হত। তাই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হই। লকডাউনের সময় দিল্লিতে আমাকে একা ফেলে চলে এসেছিলেন'।  

বলে রাখি, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সৌমিত্রর প্রচারে বড় ভূমিকা নিয়েছিলেন সৌমিত্র-জায়া সুজাতা খাঁ। বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভাতেই প্রচার করেছিলেন সৌমিত্র। বাকি বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখী বিধানসভায় প্রচার করেছিলেন  সুজাতা। সে কথা স্মরণ করিয়ে সুজাতা বলেন, 'উনি যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন সেখানে হেরেছিলেন। বাকি ৬টায় আমি জিতিয়ে এনেছিলাম'। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement