Advertisement

Telengana Exit Poll Result: তেলেঙ্গানায় চমক মোদীর, ১৭-র মধ্যে ১২ আসনই পেতে পারে BJP; ইঙ্গিত EXIT POLL-এ

তেলেঙ্গানায় ১৭টি আসনের মধ্যে বিজেপি ১১-১২টি জিততে পারে। KCR-এর দলের ফলাফল বেশ খারাপ হতে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলে মিলল এমনই পূর্বাভাস। শনিবার, ১ জুন লোকসভা নির্বাচন ২০২৪-এর সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ হয়। আর তারপরেই প্রকাশিত হয় এগজিট পোলের রেজাল্ট।  ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল দেশের সবচেয়ে বিশ্বস্ত বুথ ফেরত সমীক্ষা।

তেলেঙ্গানার বুথ ফেরত সমীক্ষার ফলাফল
Aajtak Bangla
  • ,
  • 01 Jun 2024,
  • अपडेटेड 10:31 PM IST
  • তেলেঙ্গানায় ১৭টি আসনের মধ্যে বিজেপি ১১-১২টি জিততে পারে।
  • KCR-এর দলের ফলাফল বেশ খারাপ হতে পারে।
  • অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলে মিলল এমনই পূর্বাভাস।

তেলেঙ্গানায় ১৭টি আসনের মধ্যে বিজেপি ১১-১২টি জিততে পারে। KCR-এর দলের ফলাফল বেশ খারাপ হতে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলে মিলল এমনই পূর্বাভাস। শনিবার, ১ জুন লোকসভা নির্বাচন ২০২৪-এর সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ হয়। আর তারপরেই প্রকাশিত হয় এগজিট পোলের রেজাল্ট।  ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল দেশের সবচেয়ে বিশ্বস্ত বুথ ফেরত সমীক্ষা।  

ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিস এক্সিট পোলের সমীক্ষা অনুসারে, বিজেপি তেলেঙ্গানায় এবার বড়সড় চমক দিতে পারে। সেই রাজ্যের ১৭টি লোকসভা আসনের মধ্যে ১১-১২টি আসন পেতে পারে গেরুয়া শিবির। অন্যদিকে, বুথ ফেরত সমীক্ষার হিসাব অনুযায়ী, তেলেঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেসের সিট কমতে পারে। ৪-৬টি আসন পেতে পারে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট।

আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন AIMIM ০-১টি আসনে জিততে পারে বলে উল্লেখ করা হচ্ছে পূর্বাভাসে। অন্যদিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (BRS)-এর ফলাফল ভাল হবে না বলে মনে করা হচ্ছে বুথ ফেরত সমীক্ষায়। এই রাজ্যে BRS ০-১টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। 

ভোট শতাংশের নিরিখে, এনডিএ ৪৩ শতাংশ আসন পাবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া ব্লকের পাবে ৩৯ শতাংশ বিআরএসের ঝুলিতে ১৩ শতাংশ, এআইএমআইএম ২ শতাংশ এবং অন্যান্য দলগুলি ৩ শতাংশ আসন পাবে বলে সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, বিআরএস নয়টি আসন জিতেছিল। বিজেপি চারটি, কংগ্রেস তিনটি এবং এআইএমআইএম একটি আসনে জিতেছিল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement