Advertisement

'বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, খাওয়াবে কী?' অভিষেকের ব্যবসার সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে ঠিক কী বললেন মমতা?

Mamata Banerjee and Abhishek Banerjee: 'ওরা তো সব নিয়ে যায়। আমরাই সবাইকে সব দিচ্ছি। উত্তরবঙ্গে বহু জনজাতি বোর্ড রয়েছে। পাহাড়, সমতল মিলিয়ে তারা কাজ করছে। কিছু আমরা করতে পারিনি। আমার কাছে আবেদন করেছে। ভোটের পরে করে দেব, টাকাও দিয়ে দেওয়া হবে।'

Mamata Banerjee and Abhishek Banerjee
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 13 Mar 2024,
  • अपडेटेड 9:30 AM IST
  • অভিষেকের ব্যবসার সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে দিয়েছে
  • 'ওরা তো সব নিয়ে যায়, আমরাই সবাইকে সব দিচ্ছি'
  • 'অভিষেক একটা ইয়ং ছেলে,  দুটো বাচ্চা আছে'

কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই-এর তত্‍পরতা নিয়ে বারবারই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এজেন্সিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র, এই অভিযোগ বারবারই শোনা যায় তাঁর গলায়। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ইডি-র অ্যাকশন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা। অভিষেকের ব্যবসার সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে দিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।

'ওরা তো সব নিয়ে যায়, আমরাই সবাইকে সব দিচ্ছি'

হাবড়ার মতো শিলিগুড়ির সভাতেও CAA-র বিরোধিতা করেন মমতা। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, 'মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। আমার বিরুদ্ধে কোনও কথা থাকলে আমাকে সরাসরি বলুন। আমার কোনও ভুল থাকবে না এটা হতে পারে না। যারা কাজ করে, তাদের ভুল হয়। কিন্তু আমি চাই না আপনারা কোনও ভুল করুন।' গত লোকসভা আসনে উত্তরবঙ্গে খারাপ ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবারের ভোটে উত্তরবঙ্গের মন পেতে মরিয়া মমতা। বললেন, 'ওরা তো সব নিয়ে যায়। আমরাই সবাইকে সব দিচ্ছি। উত্তরবঙ্গে বহু জনজাতি বোর্ড রয়েছে। পাহাড়, সমতল মিলিয়ে তারা কাজ করছে। কিছু আমরা করতে পারিনি। আমার কাছে আবেদন করেছে। ভোটের পরে করে দেব, টাকাও দিয়ে দেওয়া হবে। শিলিগুডি শুধু উত্তরবঙ্গের নয়, উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। নেপাল, ভুটান বা বাংলাদেশের প্রবেশদ্বার। এখান থেকেই সবাইকে নিয়েই রাজ্য চলছে। সবাইকে এক জোট করেই থাকতে হবে।'

'অভিষেক একটা ইয়ং ছেলে,  দুটো বাচ্চা আছে'

এরপরেই ইডি ও সিবিআই-এর তত্‍পরতার প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'আপনারা জানেন না, অভিষেক একটা ইয়ং ছেলে। কিছু তো একটা করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে। না হলে খাওয়াবে কী? ঘরে বসে থাকলে তো খাবার পাবে না। ওর একটা বিজনেস (ব্যবসা) ছিল। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। আমি আগে কখনও এই কথা বলিনি। কারণ, আমরা লড়াই করছি। আমাদের যা আছে তোমরা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস কোরো না।'

Advertisement

বস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর। সেই তদন্তে সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে গ্রেফতার করেছে ইডি। অতীতে ওই সংস্থার ডিরেক্টর পদে আগে ছিলেন অভিষেক। ২০১৪ সালে তিনি প্রথমবার ডামন্ডহারবারে প্রার্থী হন। ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর পদেও ইস্তফা দেন। ইতিমধ্যেই একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement